Tarakeswar Hospital: ২ ঘণ্টা চিকিৎসক শূন্য রইল হাসপাতাল, পরে ডাক্তারবাবু এসে বললেন, ‘মা-কে দেখতে গিয়েছিলাম’

Tarakeswar Hospital: এদিন, রাত্রিবেলা হাসপাতালে আসতে থাকেন একের পর রোগী ও তাঁর পরিবারের সদস্যরা।

Tarakeswar Hospital: ২ ঘণ্টা চিকিৎসক শূন্য রইল হাসপাতাল, পরে ডাক্তারবাবু এসে বললেন, 'মা-কে দেখতে গিয়েছিলাম'
তারকেশ্বর হাসপাতাল (নিজস্ব ছবি)
Follow Us:
| Edited By: | Updated on: Apr 16, 2022 | 10:07 AM

তারকেশ্বর: লম্বা লাইন। একের পর এক রোগী বাড়ছে হাসপাতালে। কিন্তু কোথায় চিকিৎসক? রাত আটটা থেকে রাত দশটা পর্যন্ত দীর্ঘ দু’ঘণ্টা বিনা চিকিৎসকে কাটালো হুগলির তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল। এমনকী দুর্ঘটনায় মৃতদেহ নিয়েও পুলিশকে অপেক্ষা করতে হল।

শুক্রবারের ঘটনা। এদিন, রাত্রিবেলা হাসপাতালে আসতে থাকেন একের পর রোগী ও তাঁর পরিবারের সদস্যরা। বার-বার চিকিৎসকের খোঁজ করলেও সাড়া মেলেনি তাঁদের। এরপর হাসপাতালের কর্মীরা রোগীদের পরিবারের সদস্যদের জানান, চিকিৎসক হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা করছেন। কিন্তু আদতে কোনও কর্তব্যরত চিকিৎসকই ছিলেন না বলে অভিযোগ রোগীর পরিজনদের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রাত্রি কালীন কর্তব্যরত চিকিৎসক ছিলেন শুভঙ্কর ঘোষ। প্রায় দু-ঘণ্টা পরে তিনি হাসপাতালে আসেন।

এদিকে হাসপাতলের জরুরি বিভাগে একজন অসুস্থ শিশু সহ বেশ কয়েক জন রোগী চিকিৎসার জন্য অপেক্ষা করছিলেন। প্রায় দু ঘণ্টা পর তিনি হাসপাতলে আসেন। অন্যদিকে, একটি দুর্ঘটনায় মৃত দেহের ডাক্তারি পরীক্ষা করতে এসেও প্রায় ঘণ্টা দুয়েক অপেক্ষায় ছিলেন তারকেশ্বর থানার পুলিশ কর্মীরা। রোগীর আত্মীয়দের অভিযোগ, চিকিৎসক শুভঙ্কর ঘোষ কোনও বেসরকারি নার্সিং হোমে প্রাইভেট প্র্যাকটিস করছিলেন হাসপাতালে নিজের দায়িত্ব ছেড়ে দিয়ে। পরে হাসপাতাল থেকে বারবার ফোন করার হলে তিনি বাইকে চড়ে হাসপাতালে আসেন।

যদিও ওই চিকিৎসক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্থ অভিযোগ অস্বীকার করেছেন। শুভঙ্কর ঘোষ জানান, তিনি হাসপাতালেই ছিলেন। রাত দশটার পর তিনি নিজের মায়ের চিকিৎসা করতে গিয়েছিলেন কিছুক্ষণের জন্য।হাসপাতালের সিসিটিভি দেখলেই পাওয়া যাবে।

আরও পড়ুন: Bye Election Vote Counting 2022: প্রথম ধাপের গণনায় বালিগঞ্জে এগিয়ে বাবুল, আসানসোলে এগিয়ে অগ্নিমিত্রা