Chanditala: ঘর পুরো ফাঁকা করে নিয়ে গেল চোর, বাদ রাখল না CCTV-ও

Sanath Majhi | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 20, 2024 | 6:37 PM

Chanditala: জানা গিয়েছে, স্ত্রী মালেখা বেগমকে নিয়ে সেলিম মল্লিকের পরিবার থাকতেন এই বাড়িতে। পারিবারিক বিবাদে সেলিমের স্ত্রীর নামে থানায় মারধরের অভিযোগ হয়েছিল বলে খবর। তারপর গত ১০ই নভেম্বর থেকে ঘরছাড়া ছিল মালেখা বেগম। আদালত থেকে জামিন নিয়ে শনিবার বাড়িতে প্রবেশ করেন তিনি।

Chanditala: ঘর পুরো ফাঁকা করে নিয়ে গেল চোর, বাদ রাখল না CCTV-ও
চুরি হল চণ্ডীতলায়
Image Credit source: Tv9 Bangla

Follow Us

চণ্ডীতলা: কেউ ছিল না বাড়িতে। সেই সুযোগে দরজার ভেঙে চুরি অভিযোগ। এখনও অধরা দুষ্কৃতীরা। ঘটনাস্থল হুগলির চণ্ডতলা থানার কৃষ্ণপুর দক্ষিণ পাড়ার ঘটনা।

জানা গিয়েছে, স্ত্রী মালেখা বেগমকে নিয়ে সেলিম মল্লিকের পরিবার থাকতেন এই বাড়িতে। পারিবারিক বিবাদে সেলিমের স্ত্রীর নামে থানায় মারধরের অভিযোগ হয়েছিল বলে খবর। তারপর গত ১০ই নভেম্বর থেকে ঘরছাড়া ছিল মালেখা বেগম। আদালত থেকে জামিন নিয়ে শনিবার বাড়িতে প্রবেশ করেন তিনি। তখনই চোখ চড়কগাছ হওয়ার জোগাড়। দেখেন বাড়ির আসবাবপত্র লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়েছে। দরজা-জানলা ভাঙা, আলমারি ভেঙে সোনার গহনা সহ নগদ অর্থ উধাও। তারপরই চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সেলিমের পরিবার।

পরে গোটা বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে আসে চণ্ডীতলা থানার পুলিশ। মালেখা বেগমের দাবি, এই চুরিতে তাঁরা আত্মীয় কেউ জড়িত আছে। তাঁদের নামেই অভিযোগ করা হয়েছে, এখনো অধরা দুষ্কৃতীরা। তবে এই ঘটনাই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণপুর দক্ষিণপাড়ায়। পিছনের গেটের তালা ভেঙে সব নিয়ে গিয়েছে। আমার ঘরে আর কিছু নেই। সব শেষ করে দিয়েছে। আমার কোনও শত্রু নেই। নিজের লোকই এই কাজ করেছে। সিসিটিভি ক্যামেরাও চুরি করে নিয়েছে।”

Next Article