তারকেশ্বর: দ্রুত গতিতে আসছিল ট্রেন। হঠাৎ তার সামনে চলে এল বাইক। আর তারপরই ভয়ানক কাণ্ড। হুগলির তারকেশ্বরের নস্কর পাড়া এলাকার ঘটনা।
জানা গিয়েছে, রবিবার তারকেশ্বরের নস্কর পাড়া এলাকায় আপ হাওড়া-আরামবাগ লোকাল তারকেশ্বর স্টেশন ছাড়ে এগিয়ে যাচ্ছিল। সেই সময় এক বাইক আরোহী রেল লাইন পারাপার করছিলেন। এবার ট্রেনটি আসতে দেখে প্রথমে ভিড়মি খেয়ে যান তিনি। পরে যদিও বাইক ছেড়ে পালিয়ে যান। এ প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বলেন, “ট্রেনটা যাচ্ছিল। সেই সময় চলে এল বাইকটা। ছেলেটা বাইক ছেড়ে নেমে দৌড়ে পালিয়ে গেল। তারপর ট্রেনের সঙ্গে বাইক আটকে গিয়েছে। কিছুটা এগিয়ে যাওয়ার পর আমার সকলে মিলে বাইক বের করি।”
তবে ট্রেনের সঙ্গে আটকে যায় বাইকটি। বেশ কিছুটা রাস্তা বাইকটিকে টেনে নিয়ে চলে যায় ট্রেন। পরে যদিও স্থানীদের সহযোগিতায় বাইকটি বার করেন কর্তব্যরত রেল কর্মীরা। এর জেরে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত হয়। যদিও ঘটনার পর থেকে ওই বাইক আরোহীর কোনও সন্ধান মেলেনি। যদিও, রেলের তরফে জানানো হয়েছে ওই জাগায়ায় লাইন পারাপারের জন্য বৈধ কোনও লেভেল ক্রসিং নেই।যিনি লাইন পারাপার করছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। ওই বাইক আরোহীর খোঁজ করা হচ্ছে।