Rachana Banerjee: প্রচার গাড়িতেই সংজ্ঞা হারালেন তৃণমূল নেতা, রচনা বললেন ‘খুব কষ্ট, কিন্তু কিছু করার নেই’
Rachana Banerjee: হুড খোলা গাড়িতেই রচনার সঙ্গে চিলেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারনম্যান আদিত্য নিয়োগী। প্রচণ্ড রোদ্দুরে ভোটের প্রচারে আচমকা রচনার প্রচারের গাড়িতেই অসুস্থ হয়ে সংজ্ঞা হারান আদিত্যবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
হুগলি: চাঁদিফাটা রোদ্দুর। তার মধ্য়েই হুড খোলা গাড়িতে চেপে প্রচারে বেরিয়েছিলেন হুগলিতে তৃণমূলের তারকা প্রার্থী রচনা বন্দ্যোপাধ্য়ায়। তারকা প্রার্থীর মাথার উপর ধরা ঘাসফুলের ছবি আঁকা বিরাট ছাতা। সেই হুড খোলা গাড়িতেই রচনার সঙ্গে চিলেন বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারনম্যান আদিত্য নিয়োগী। প্রচণ্ড রোদ্দুরে ভোটের প্রচারে আচমকা রচনার প্রচারের গাড়িতেই অসুস্থ হয়ে সংজ্ঞা হারান আদিত্যবাবু। সঙ্গে সঙ্গে তাঁকে বিধায়ক তপন দাশগুপ্তর গাড়িতে নিয়ে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
দলীয় নেতার অসুস্থ হয়ে পড়ার বিষয়ে জানতে চাওয়া হলে রচনা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘সত্য়িই খুব কষ্ট। কিছু করার নেই। সবাই তো করছে। এত মানুষ কষ্ট করে দাঁড়িয়ে আছেন। তাঁদের জন্য তো আমাদের কিছুটা দায়বর্ততা থাকে।’ উল্লেখ্য, এবারের লোকসভা ভোটে হুগলি থেকে তৃণমূল প্রার্থী করেছে ছোট পর্দার ‘দিদি নম্বর ওয়ান’ রচনা বন্দ্যোপাধ্য়ায়কে। ভোট রাজনীতিতে নবাগত রচনাও কোনও খামতি রাখছেন না ভোটের প্রচারে। এই গরমের মধ্যেও রোজ নামছেন প্রচারে। এদিন বাঁশবেড়িয়ার হংসেশ্বরী মন্দিরে পুজো দিয়ে জনসংযোগ কর্মসূচি শুরু করেন তিনি। জনসংযোগ কর্মসূচি চলে বাঁশবেড়িয়া থেকে ডানলপ কোয়ার্টার পর্যন্ত।
রচনার সঙ্গে এদিন প্রচারে বেরিয়েছিলেন তপন দাশগুপ্ত, অসীমা পাত্ররাও। বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগীও ছিলেন প্রচার কর্মসূচিতে। সেই সময়েই তপ্ত দুপুরে আচমকা অসুস্থ হয়ে পড়েন আদিত্যবাবু। দলীয় নেতা আচমকা অসুস্থ হয়ে পড়ার পর পরিবেশ নিয়ে সচেতনতার বার্তাও শোনা যায় হুগলির তৃণমূল প্রার্থীর গলায়। বেশি করে গাছের চারা বসানো ও পরিবেশ রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরেও আলোকপাত করতে দেখা যায় রচনাকে।