Video: গ্রামবাসীর ক্ষোভ সামাল দিতে মহিলার পা ধরতে এগিয়ে গেলেন জেলা পরিষদের সভাধিপতি
Goghat TMC: সরকারি বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরছিলেন গ্রামবাসীরা। আর সেই সময়েই হঠাৎ দেখা যায় গ্রামবাসী এক মহিলাকে বোঝাতে গিয়ে ওই মহিলার পা ধরতে এগিয়ে যান হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান।
গোঘাট: পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগের উপর আরও জোর দিচ্ছে তৃণমূল (Trinamool Congress)। গ্রামে গ্রামে গিয়ে চলছে দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। দিদির দূত (Didir Doot) হয়ে গ্রামে গ্রামে ঘুরছেন তৃণমূলের নেতা। এবার ‘এক দিন গ্রামে’ কর্মসূচিতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হল হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমানকে। এদিন গোঘাটের মান্দারন গ্রাম পঞ্চায়েতের তারাহাট গ্রামে গিয়েছিলেন তিনি। নেতাকে হাতের সামনে পেয়ে ঘিরে ধরেন এলাকার মহিলারা। নিজেদের সমস্যা ও অভিযোগের কথা তুলে ধরেন নেতার কাছে। সরকারি বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সমস্যার কথা তুলে ধরছিলেন গ্রামবাসীরা। আর সেই সময়েই হঠাৎ দেখা যায় গ্রামবাসী এক মহিলাকে বোঝাতে গিয়ে ওই মহিলার পা ধরতে এগিয়ে যান হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান।
পরবর্তী সময়ে মেহেবুব রহমানের সঙ্গে টিভি নাইন বাংলার প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, গোটা বিষয়টি পরিস্থিতির উপর নির্ভর করেন। বললেন, ‘পরিস্থিতি অনুযায়ী আমাদের কাজ করতে হয়। মানুষ যেমন চাইবে, সেভাবে আমাদের ব্যবহার ও আচরণ হওয়া উচিত।’ যদিও গ্রামবাসীদের কোনও ক্ষোভ ছিল না বলেই দাবি মেহেবুব রহমানের। তাঁর ব্যাখ্যা, জনপ্রতিনিধিদের কোনও মানুষ কোনও কথা বলতেই পারেন। বললেন, ‘কিছু মানুষ থাকেন, যাঁরা একনাগাড়ে কথা বলে যান। তাঁদের আমার কোথা শোনানোর জন্য, কীভাবে কথা বলতে হবে, কীভাবে বললে উনি আমার কথা শুনবেন, সেটাই আমাকে করতে হয়।’
উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে বার বার দিদির দূত হয়ে গ্রামে গ্রামে জনসংযোগে গিয়ে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে তৃণমূলের ছোট-বড়-মাঝারি মাপের নেতাদের। গ্রামবাসীদের বিস্তর অভিযোগ রয়েছে বিভিন্ন পরিষেবা নিয়ে। কোথাও লক্ষ্মীর ভাণ্ডার তো কোথাও বার্ধক্য ভাতা, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সমস্যার ঝুলি নিয়ে হাজির হচ্ছেন গ্রামবাসীরা। এবার গোঘাটে গ্রামবাসীদের পাশে থাকার বার্তা দিতে গিয়ে, সরাসরি এক মহিলার পা ধরতে এগিয়ে গেলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি মেহেবুব রহমান।