Tornado: বাংলায় বৃষ্টির দোসর এবার টর্নেডো! এক মিনিটে লন্ডভন্ড সব, উড়ল বাড়ির চাল, ভাঙল গাছ, এলাকায় ছুটল বিপর্যয় মোকাবিলা টিম
West Bengal: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধেয় ৬ টা নাগাদ একটি ঘূর্ণি ঝড় হয় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। জিয়ারা থেকে ঝড় শুরু হয়ে সেটির শক্তি ক্ষয় হতে হতে ধনিয়াখালির নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিক সরে যায়।
ধনিয়াখালি: একে বৃষ্টি। নাজেহাল বঙ্গবাসী। তার উপর আবার টর্নেডো। এক মিনিটের ঝড়ে কার্যত লন্ডভন্ড তারকেশ্বর ও ধনিয়াখালির বেশ কয়েকটি গ্রাম। জানা যাচ্ছে, ঝড়ের দাপটে ভেঙে গিয়েছে বেশ কয়েকটি বাড়ি ও বড়-বড় গাছ। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। রয়েছে বিপর্যয় মোকাবিলার দল ও দমকল বাহিনী।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধেয় ৬ টা নাগাদ একটি ঘূর্ণি ঝড় হয় তারকেশ্বরের দামোদর সংলগ্ন জিয়ারা গ্রামে। জিয়ারা থেকে ঝড় শুরু হয়ে সেটির শক্তি ক্ষয় হতে হতে ধনিয়াখালির নিশ্চিন্তপুর হয়ে বর্ধমানের দিক সরে যায়। ঘূর্ণি ঝড়ের প্রভাবে জিয়ারা গ্রাম বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও নিশ্চিন্তপুর ,হবিবপুর-মোহনপুর হয়ে সোনাগরিয়ার দিকে দুর্বল হতে হতে সরে যায়।
স্থানীয় বাসিন্দা বলেন, “ঘুরপাক খেতে খেতে একটা বড় ঝড় এল। তারপর ভেঙে দিল গাছপালা। মাঠের মধ্যে একটা তেঁতুল গাছ ছিল। সেটা পুরো শিকড় সমেত উপড়ে গিয়েছে। এক মিনিটের ঝড়ে ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে প্রচুর।” স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজকুমার সাঁতরা বলেন, “আমি তখন পঞ্চায়েতে ছিলাম। হঠাৎ করে এল ঘূর্ণিঝড়। তার জেরে কমপক্ষে ২০টি বাড়ির চাল উড়ে গিয়েছে। গাছ পড়ে গিয়েছে। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। আমি বিদ্যুতের অফিসে খবর দিয়েছি।”