Minor died in Howrah: ঝড়ের দাপটে সব শেষ, টিউশন থেকে বাড়ি ফেরার পথে হাওড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১২ বছরের নাবালিকার

Subrata Banerjee | Edited By: সোমনাথ মিত্র

May 15, 2023 | 11:37 PM

Minor died in Howrah: পুলিশ সূত্রে খবর, সন্ধ্যায় প্রাইভেট টিউশন পড়ে পি কে রায়চৌধুরী লেনের বাড়িতে ফিরছিল খুশবু। সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় বাড়ির কাছেই রাস্তার পাশে একটি বিদ্যুতের তার ছিঁড়ে ঝুলছিল। তাতেই ঘটে বিপত্তি।

Minor died in Howrah: ঝড়ের দাপটে সব শেষ, টিউশন থেকে বাড়ি ফেরার পথে হাওড়ায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ১২ বছরের নাবালিকার
খুশবু যাদব

Follow Us

হাওড়া: তীব্র ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে গোটা রাজ্য। কোথাও উড়েছে বাড়ির চাল, কোথাও আবার ভেঙে পড়েছে গাছ। কালবৈশাখীর (Kalbaisakhi) দাপটে তছনছ হয়ে গিয়েছে কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী জেলাগুলিও। রাজ্য়ের নানা প্রান্ত থেকে এসেছে মৃত্যুর খবর। এরইমধ্যে হাওড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক নাবালিকার। ঘটনাটি এজেসি বসু বি গার্ডেন থানা এলাকার বি জি রোড এলাকায় ঘটেছে। মৃতের নাম খুশবু যাদব (১২)।

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যায় প্রাইভেট টিউশন পড়ে পি কে রায়চৌধুরী লেনের বাড়িতে ফিরছিল খুশবু। সন্ধ্যায় ঝড়বৃষ্টির সময় বাড়ির কাছেই রাস্তার পাশে একটি বিদ্যুতের তার ছিঁড়ে ঝুলছিল। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে হাওড়া জেলাজুড়ে তিন জনের মৃত্যুর ঘটনা ঘটল। আরও দুই মৃত্যুর ঘটনা ঘটেছে উলুবেড়িয়া ও বাগনানে। হঠাৎ ঝড়ে উলুবেড়িয়া বহিরা ছোট আমশায় বাড়ি চাপা পড়ে মারা গিয়েছেন রামচন্দ্র মণ্ডল (৬০) নামে এক ব্যক্তি। 

অন্য দিকে বাগনানের বরুন্দায় গাছ চাপা পড়ে মৃত ১। মৃতের নাম রজনী পাণ্ডে( ৪২)। সূত্রের খবর, ঝড় বৃষ্টির সময় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকার সময় একটি গাছের ডাল ভেঙে পড়ে তাঁর মাথায়। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে এদিন সন্ধ্যার প্রবল ঝড়-বৃষ্টিতে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দুটি পৃথক ঘটনায় গাছ পড়ে মৃত্যু হয়েছে দুজনের। আহত হয়েছেন আরও একজন। সূত্রের খবর, ব্যারাকপুর মঙ্গল পাণ্ডে পার্কে এদিন একসঙ্গে বসেছিল এক যুগল। ঝড়ে বিশাল একটি গাছ ভেঙে পড়ে তাঁদের উপর। খবর পেয়ে পুলিশ ও দমকল কর্মীরা এসে তাঁদের উদ্ধার করলেও বাঁচানো যায়নি প্রেমিককে।

Next Article