Howrah: বাড়িতে চলছে গৃহপ্রবেশের অনুষ্ঠান, কেবল তারের ওপর ঝুলছে শিশু! ভয়ঙ্কর দৃশ্য, তারপর যা হল…
Howrah: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকারই একটি বহুতলের ফ্ল্যাটে গৃহপ্রবেশের অনুষ্ঠান চলছিল। সেই সময় ঘটে দুর্ঘটনা। ফ্ল্যাটের উপর থেকে কোনওভাবে শিশুটি নীচে পড়ে যায়। বাইরে কেবল টিভির তারের ওপর পড়ে সে। এরপর সেই তার ধরে ঝুলতে থাকে।সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে মুহূর্তের ছবি।

হাওড়া: কেবল তারের ওপর ঝুলছে এক শিশু! ভয়ঙ্কর সে দৃশ্য। যখন প্রথম স্থানীয় বাসিন্দারা তা দেখেন, বুঝতেই পারছিলেন না কী ভাবে হল, কীভাবে বাঁচাবেন শিশুটিকে। কোনওক্রমে আশপাশের দোকানিদের সহায়তায় স্থানীয় বাসিন্দারা শিশুটিকে কেবল তারের ওপর থেকে বাঁচিয়ে নামান। হাওড়ার নিশ্চিন্দা থানার অন্তর্গত পূর্বপাড়ায় ভয়ঙ্কর ঘটনা। কিন্তু ঠিক কী হয়েছিল? কীভাবে কেবল তারের ওপরে আসে শিশুটি?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকারই একটি বহুতলের ফ্ল্যাটে গৃহপ্রবেশের অনুষ্ঠান চলছিল। সেই সময় ঘটে দুর্ঘটনা। ফ্ল্যাটের উপর থেকে কোনওভাবে শিশুটি নীচে পড়ে যায়। বাইরে কেবল টিভির তারের ওপর পড়ে সে। এরপর সেই তার ধরে ঝুলতে থাকে।সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে মুহূর্তের ছবি।ঘটনা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান স্থানীয় বাসিন্দারা। নিরাপদে শিশুটিকে উদ্ধার করা হয়। রাস্তার ধারে লাগানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা দৃশ্য। আর সেই ছবিই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা প্রথমে বুঝতে পারি নি, তারপর দেখছি হইহই হচ্ছে। আর আমরা দৌড়ে যাই। সে এক ভয়ানক দৃশ্য। বাচ্চাটা কেবল তারের ওপর খুব বাজে ভাবে ঝুলছিল। যে কোনও মুহূর্তে নীচে পড়ে যেতে পারত। লোকজন তখন নীচ থেকে চিৎকার করছিল। কোনওভাবে তার ধরে রাখতে বলছিল। তারপর ওকে কোনওভাবে নামানো হয়।” অনেকে আবার অভিভাবকদের ওপরেও ক্ষোভ উগরে দিয়েছেন। এক বাসিন্দা বলেন, “বাড়িতে কাজ হচ্ছে। সব কাজ তো শেষ হয়নি। বাচ্চার ওপর নজর রাখা উচিত ছিল। কেবল তারে যদি না পড়ে নীচে পড়ে যেত!”
