জগৎবল্লভপুর: পুজোর অন্তিম পর্বেও তুমুল অশান্ত হাওড়া। সাইকেল রাখাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধর। মদের বোতল ভেঙে এলোপাথাড়ি কোপ মারার অভিযোগ।
জানা যাচ্ছে, হাওড়া জগৎবল্লভপুরের সন্ধ্যা বাজার এলাকায় বিকাল ৪টে নাগাদ বড়গাছিয়ার বাসিন্দা অরুণ দাস নামের এক ব্যক্তি বড়গাছিয়া এলাকায় একটি মদের দোকানের মদ কিনতে যান। মদ কিনে ফেরার পথে তিনি দেখেন ওই দোকানের সামনেই এক ব্যক্তি মদ্যপান করছিলেন। এবং সেই সময়ে সাইকেল রাখাকে কেন্দ্র করে দুই ব্যক্তির মধ্যে বচোসা শুরু হয়। এরপরেই ওই মদ্যপ ব্যক্তি মদের বোতল ভেঙে অরুণ দাসের উপর চড়াও হন। অভিযোগ এবং অরুণ দাসের বুকে ও গলায় আঘাত করেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অরুন।
স্থানীয় বাসিন্দারা হামলাকারী ওই ব্যক্তিকে আটকে রেখে জগৎবল্লভপুর থানায় খবর দেন। ঘটনাস্থলে জগৎবল্লভপুর থানার পুলিশ এসে ব্যক্তিকে আটক করে নিয়ে যায়। আহত অবস্থায় পড়ে থাকা ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। প্রত্যক্ষদর্শী বলেন,”একজন মদ কিনে যাচ্ছিল। আর একজন বুড়ো লোক মদ কিনে খাচ্ছিল। সেই বোতল পেটে ঢুকিয়ে দেয়।”