হাওড়া: গৃহবধূকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল হাওড়ায়। এই ঘটনায় তরুণীর স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ। হাওড়ার জগৎবল্লভপুরের অন্তর্গত মারগুরালি খাঁ পাড়া এলাকায়। সূত্রের খবর, বছর ৩২-এর স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে এক যুবকের বিরুদ্ধে।
জগৎবল্লভপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। নিহতের বাপের বাড়ির লোকজনের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। সেই কারণেই তরুণীকে মরতে হল বলেও অভিযোগ বাড়ির লোকজনের। নিহতের দিদি জানান, বিয়ের পর থেকেই অত্যাচার চলত।মেয়েটাকে মেরেই ফেলল। ওদের একটা ৬ বছরের সন্তান আছে। ওই বলেছে মাকে মেরে ঝুলিয়ে দিয়েছে বাবা।
নিহতের আত্মীয় সামসুদ্দিন খানের কথায়, “আমরা এখানে এসে জানতে পারলাম, ছেলেটাকে বহুবার এলাকার লোকেরা, ক্লাবের লোকেরা বুঝিয়েছে। কিন্তু ওর কোনও পরিবর্তন আসেনি। মারধর করত আমাদের মেয়েটাকে, ঠিক মতো খেতে দিত না। আমরা ১০০ শতাংশ নিশ্চিত এটা খুন। ছেলেটার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। ওটা মানেনি বলেই মারল।” জগৎবল্লভপুর থানার পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতারের পাশাপাশি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। আত্মহত্যা না খুন গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন জগৎবল্লভপুর থানার পুলিশ।