হাওড়া: তিনদিন পর থেকে একটু-একটু ফের শান্ত হচ্ছে হাওড়ার শিবপুর। বৃহস্পতিবার থেকে অশান্তির জেরে থমথমে ছিল গোটা এলাকা। যার জেরে ব্যাহত হয়েছিল জন-জীবন। তবে পুলিশি সক্রিয়তায় এবং প্রশাসনিক তৎপরতায় আপাতত নিয়ন্ত্রণে ওই এলাকার পরিস্থিতি। বর্তমানে বিস্তৃর্ণ এলাকায় জারি রয়েছে ১৪৪ ধারা। রবিবার আক্রান্ত ও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করতে হাওড়ার শিবপুরে পৌঁছন বিজেপি রাজ্য সভপতি সুকান্ত মজুমদার। তবে, দফায়-দফায় পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ তোলেন তিনি। ১৪৪ ধারার যুক্তি দিয়ে পুলিশ সুকান্ত মজুমদারকে বাধা দেয় বলে খবর। পুলিশকে সুকান্ত প্রশ্ন করেন,”এর আগে ১৪৪ ধারা ভঙ্গের জন্য আপনারা কী ব্যবস্থা নিয়েছেন?” এ দিন পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন বিজেপি রাজ্য সভাপতি।
সাংবাদিক বৈঠক করে রাজ্য পুলিশকে আদ্যোপান্ত তুলোধনা করে সুকান্ত বলেন, “পুলিশের অসহযোগিতার জন্য আজকে আমি দেখা করতে পারলাম না। এখনও প্রচুর মানুষ গৃহবন্দি হয়ে রয়েছেন। এখানকার আবাসিকরা পুলিশকে বিশ্বাস করতে পারছেন না। পুলিশের এর সামনেই কিছু মানুষ হামলা করেছে। পুলিশ দেখেছে। ভিডিয়ো রয়েছে, যেখানে দেখা যাচ্ছ র্যাফ সরে যাওয়ার পরেই হামলা হয়। পুলিশ জানত সবটাই। তাই প্ল্যানফুলি করা হয়েছে।” রাজ্য পুলিশের উপর বিস্ফোরক অভিযোগ করে সুকান্ত বলেন, “পুলিশ এসে মাইক প্রথমে খুলে দেয়,তারপরে মিছিলে হামলা চালানো হয়। আমি জানি না এটাই কি সিগন্যাল ছিল কি না পুলিশের তরফে।”
এর পাশাপাশি মন্ত্রী এলাকাস্থল পরিদর্শন করতে না পারা নিয়েও ক্ষিপ্ত হন বিজেপি নেতা। কাঠগড়ায় পুলিশকে তুলে তিনি বলেন যে, “মন্ত্রী অরূপ রায়কে সেখানে যেতে সাহায্য করা হলেও আমাদের দেওয়া হয়নি।”