Chanditala IC: দেশি পিস্তল থেকে গুলি করা হয়েছিল, কে চালায় গুলি? চণ্ডীতলা IC-কে গুলি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Subrata Banerjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 21, 2025 | 8:58 PM

Chanditala IC: ঘটনার দিন ঘটনাস্থল থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে দালাল পুকুর এলাকার ডাস্টবিনে ওই পিস্তলটি ফেলা হয়। পরে শিবপুর থানার পুলিশ সেটাকে উদ্ধার করে। প্রথম দিনে একটি তত্ত্ব উঠছিল, ওই অফিসার নাকি নিজেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন।

Chanditala IC: দেশি পিস্তল থেকে গুলি করা হয়েছিল,  কে চালায় গুলি? চণ্ডীতলা IC-কে গুলি কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
বাঁদিকে আহত পুলিশ আধিকারিক জয়ন্ত রায়, ডানদিকে বান্ধবী টিনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হাওড়া: আইসি-কে গুলি! এই ঘটনার তদন্তে উঠে এল আরও চাঞ্চল্যকর তথ্য।  জানা যাচ্ছে, চণ্ডীতলা থানার আইসি-র শরীর থেকে যে গুলি পাওয়া গিয়েছে, তা সার্ভিস রিভলবার থেকে বের হয়নি।  প্রাথমিক তদন্তে হাওড়া সিটি পুলিশের আধিকারিকরা জানিয়েছেন, একটি দেশি পিস্তল থেকে গুলি চালানো হয়। সেই পিস্তল শিবপুর থানার পুলিশ বাজেয়াপ্ত করেছে।

জানা গিয়েছে,  ঘটনার দিন ঘটনাস্থল থেকে প্রায় হাফ কিলোমিটার দূরে দালাল পুকুর এলাকার ডাস্টবিনে ওই পিস্তলটি ফেলা হয়। পরে শিবপুর থানার পুলিশ সেটাকে উদ্ধার করে। প্রথম দিনে একটি তত্ত্ব উঠছিল, ওই অফিসার নাকি নিজেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন।  সূত্রের খবর ওই পুলিশ অফিসার নিজে গুলি চালানোর কথা অস্বীকার করেছেন।  তিনি তদন্তকারীদের জানিয়েছেন, অন্ধকারে তাঁকে লক্ষ্য করে অন্য কেউ গুলি চালিয়েছে।

যদিও ওই পুলিশ অফিসারের সঙ্গে থাকা অন্যান্য বন্ধু এবং তাঁর বান্ধবীকে জিজ্ঞাসা করে হাওড়া সিটি পুলিশের তদন্তকারীরা জানতে পেরেছেন, তিনি নাকি নিজেই গুলি চালিয়েছিলেন। জানা যাচ্ছে, বিশেষ বান্ধবীর অত্যাধিক বিলাসিতা, হাজার হাজার টাকার জিনিসপত্র কেনাকেটা নিয়ে অশান্তি হয়েছিল। আর সে কারণে  বান্ধবীকে ‘শিক্ষা’ দিতেই নিজের হাতে গুলি চালিয়েছিলেন আইসি। কিন্তু গুলি পরীক্ষা করে দেখা গিয়েছে, সেটি কোনও দেশি পিস্তল থেকেই ছোড়া হয়েছিল।

এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা লিখিতভাবে অভিযোগ দায়ের করার পরেই শিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করে। এর পাশাপাশি হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকেও তদন্ত শুরু হয়। এই মুহূর্তে জয়ন্ত পাল নামে ওই আইসিকে থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তার জায়গায় সার্কেল ইন্সপেক্টর সন্ধি গঙ্গোপাধ্যায়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

Next Article