Viral Video: জিআরপি-রেলকর্মীর তুমুল মারামারি ট্রেনের ভিতর, সরাইঘাট এক্সপ্রেসের ভিডিয়ো ভাইরাল

Subrata Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Aug 26, 2023 | 9:57 PM

Howrah: অভিযোগ, এরপরই গায়ের জোর খাটিয়ে ঠেলাঠেলি করে এক জিআরপি কেবিনে উঠে পড়েন। তাতেই কেবিনের দায়িত্বে থাকা রেলকর্মী কমলজিৎ প্রসাদের সঙ্গে শুরু হয় ঝামেলা। এরপরই দু'পক্ষের মধ্যে মারামারি শুরু হয়।

Viral Video: জিআরপি-রেলকর্মীর তুমুল মারামারি ট্রেনের ভিতর, সরাইঘাট এক্সপ্রেসের ভিডিয়ো ভাইরাল
রেলকর্মী ও জিআরপির মধ্যে হাতাহাতির মুহূর্ত।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: ট্রেনের মধ্যে রেলকর্মীর সঙ্গে জিআরপির তুমুল মারামারির ভিডিয়ো ভাইরাল। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। তবে জানা গিয়েছে, ভিডিয়োটি ২৪ অগস্টের। সরাইঘাট এক্সপ্রেসের ঘটনা। ইতিমধ্যে অভিযোগও দায়ের হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ, সেদিন চলন্ত ট্রেনে পাওয়ার কেবিনে জোর করে জিআরপির সদস্যরা ওঠার চেষ্টা করছিল। এদিকে যিনি ওই কেবিনের দায়িত্বে ছিলেন সেই রেলকর্মী তাঁদের বাধা দেন।

অভিযোগ, এরপরই গায়ের জোর খাটিয়ে ঠেলাঠেলি করে এক জিআরপি কেবিনে উঠে পড়েন। তাতেই কেবিনের দায়িত্বে থাকা রেলকর্মী কমলজিৎ প্রসাদের সঙ্গে শুরু হয় ঝামেলা। এরপরই দু’পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। সেই মারামারির ভিডিয়ো মোবাইল বন্দিও করেন রেলকর্মী। কমলজিৎ প্রসাদ জানান, ট্রেনটি যখন মালদহ স্টেশনে ঢোকে তখন সুমিত হালদার ও মাসিদুর রহমান নামে দুই জিআরপি কর্মী জোর করে পাওয়ার কেবিনে উঠতে চাইছিল। বাধা দেন তিনি। কারণ, নিরাপত্তার কারণে পাওয়ার কেবিনে অন্য কারও ওঠার অনুমতি নেই। কেউ উঠলে, তা বেআইনি। তাই তিনি বাধা দিয়েছিলেন। তাতেই জিআরপি তাঁর গায়ে হাত তোলে বলে অভিযোগ।

কমলজিতের দাবি, এরপর মালদহ স্টেশনেই বিষয়টি মিটে যায়। তবে এর রেশ গড়ায় নিউ জলপাইগুড়ি স্টেশন বা এনজেপি অবধি। তাঁর অভিযোগ, এনজেপিতে তাঁকে আবারও হেনস্থা করা হয়। এরপরই শনিবার গৌহাটি জিআরপিতে অভিযোগ দায়ের করেন তিনি। এ বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, তারা তদন্ত শুরু করেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।

Next Article