Howrah: বন্ধুদের সঙ্গে বাজি ধরে ঝিল পারাপার করতে গিয়েছিলেন, মর্মান্তিক পরিণতি…
Howrah: তের পরিবারের দাবি, রবিবার সকালে বন্ধুরাই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। সুফিয়ান সাঁতার জানতেন, তাহলে কীভাবে জলে ডুবে গেলেন, প্রশ্ন তুলছে পরিবার। এই ঘটনায় মৃতের এক বন্ধুকে আটক করে বাঁকড়া ফাঁড়ির পুলিশ।

হাওড়া: বন্ধুদের সঙ্গে বাজি ধরে সাঁতার কেটে ঝিল পারাপার করতে গিয়ে প্রাণ গেল যুবকের। পুলিশের হাতে আটক এক বন্ধু। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার বালিটিকুরী ইএসআই হাসপাতাল সংলগ্ন ঝিলে। জাল ফেলে ডুবুরি নামিয়ে খোঁজাখুঁজির প্রায় তিন ঘণ্টা পর যুবকের দেহ উদ্ধার হলে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে যায় প্রচুর পুলিশ, ডুবুরি, র্যাফ ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম মহম্মদ সুফিয়ান।
মৃতের পরিবারের দাবি, রবিবার সকালে বন্ধুরাই বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন। সুফিয়ান সাঁতার জানতেন, তাহলে কীভাবে জলে ডুবে গেলেন, প্রশ্ন তুলছে পরিবার। এই ঘটনায় মৃতের এক বন্ধুকে আটক করে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। আটক ওই বন্ধু বলে তাঁরা বন্ধুরা মিলে ঝিলে স্নান করতে গিয়েছিলেন। নিজেদের মধ্যে সাঁতারের বাজি হয়।
ঝিলের ওপারে যাওয়ার পর তাঁরা আবার এপারে সাঁতার কেটে আসতে শুরু করেন। ঝিলের মাছখানে এসে সুফিয়ান হাঁপিয়ে পড়েন । ডুবতে শুরু করেন। সুফিয়ান তাঁকে ধরে অনেকটা এগিয়ে নিয়ে আসেন। কিন্তু সুফিয়ান তাঁকে জড়িয়ে ধরতে থাকায়, তিনিও ডুবে যেতে থাকেন। কোনওরকমে তিনি এপারে পৌঁছন। আর সুফিয়ান ডুবে যায় বলে তিনি জানিয়েছেন। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ।

