হাওড়া: ডাউন কাটিহার এক্সপ্রেসের বিশেষভাবে সক্ষমদের জন্য বরাদ্দ কামরায় তবলা বাদকের দেহ উদ্ধারের ঘটনায় নয়া মোড়। পুলিশি তদন্তে জানা গিয়েছে, বালির ঘোষপাড়ার বাসিন্দা বিশেষভাবে সক্ষম তবলা বাদক সৌমিত্র চট্টোপাধ্যায়ের খুনের ঘটনার নেপথ্যে রয়েছে গুজরাত লিঙ্ক। রাহুল জাট নামে এক যুবককে আটক করেছে গুজরাত পুলিশ। এই ঘটনায় জড়িত সন্দেহে ওই যুবক আতস কাচের নীচে। ধৃত যুবকের কাছ থেকে উদ্ধার হয়েছে তবলা বাদক খোওয়া যাওয়া মোবাইল ফোনটিও।
ইতিমধ্যেই হাওড়া জিআরপির তরফ থেকে একটি বিশেষ দল গুজরাতের উদ্দেশে রওনা দিয়েছেন ধৃতকে তাদের হেফাজতে নিতে। এরপর তাকে ট্রানজিট রিমান্ডে হাওড়ায় নিয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হবে। কীভাবে সৌমিত্রের মোবাইল, তার কাছে পৌঁছল, তা জানতে চান তদন্তকারীরা।
য দিও মৃত সৌমিত্র বাবু স্ত্রীর বক্তব্য, পুলিশি তদন্ত চলুত। তবে এই নৃশংস ভয়ানক ঘটনার জন্য রেলের গাফিলতিকেই দায়ী করেছেন তিনি। পরিবার যাতে সাহায্য পায়, তার দাবি জানিয়েছেন।