Howrah Firecracker Recover: বাস থেকে ট্রাফিক গার্ডের সামনে পড়ল বস্তা, তল্লাশি চালাতেই উদ্ধার ২ হাজার কেজি বাজি

Subrata Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Sep 09, 2023 | 5:55 PM

Howrah Fire cracker: জানা গিয়েছে, শুক্রবার হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা সেতুর কাছে বাসটি আসার পর তল্লাশি চালায় জগাছা থানার পুলিশ। সেই সময় বাজি সমেত হাতেনাতে পাকড়াও হয় কনডাক্টর সহ তিনজন। অভিযুক্তদের নাম মুন্না খান (৩৮), শম্ভু প্রসাদ (৫০) ও ফৈয়াজ আলম (৩৮)। 

Howrah Firecracker Recover: বাস থেকে ট্রাফিক গার্ডের সামনে পড়ল বস্তা, তল্লাশি চালাতেই উদ্ধার ২ হাজার কেজি বাজি
বেআইনি বাজি উদ্ধার
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হাওড়া: দ্রুত গতিতে যাচ্ছিল বিহারগামী একটি বাস। আচমকাই পুলিশের সামনে পড়ে যায় দুটি বস্তা। তারপর কোনা এক্সপ্রেসওয়ের কাছে বাস থামিয়ে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড় পুলিশের। উদ্ধার ২৬টি ব্যাগ। তার ভিতর ২ হাজার কেজি নিষিদ্ধ বাজি। গ্রেফতার তিনজন। জানা গিয়েছে, শুক্রবার হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা সেতুর কাছে বাসটি আসার পর তল্লাশি চালায় জগাছা থানার পুলিশ। সেই সময় বাজি সমেত হাতেনাতে পাকড়াও হয় কনডাক্টর সহ তিনজন। অভিযুক্তদের নাম মুন্না খান (৩৮), শম্ভু প্রসাদ (৫০) ও ফৈয়াজ আলম (৩৮)। শনিবার তাদের হাওড়া জেলা হাসপাতালে তোলা হলে ধৃতদের তিনদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

শনিবার গোলাবাড়ি থানার একটি অনুষ্ঠানে গিয়ে হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি বলেন, “বিহারের দিকে যাওয়া বাসটি থেকে ২৬টি ব্যাগ উদ্ধার হয়েছে। ২ হাজার কেজি নিষিদ্ধ শব্দবাজি পাওয়া গিয়েছে। তিন জনকে গ্রেফতার করে বেআইনি শব্দবাজি রাখায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। একই সঙ্গে কোথা থেকে কোথায় বেআইনি বাজি নিয়ে যাওয়া হচ্ছিলে তা তদন্ত করে দেখা হচ্ছে।” একই সঙ্গে তিনি জানিয়েছেন, বাসে করে এইভাবে বাজি নিয়ে যাওয়া বেআইনি। এই ঘটনা যাতে আবার না ঘটে সেই কারণে কড়া নজরদারি রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য, ওই বাসটি শুক্রবার সন্ধ্যা নাগাদ কোনা এক্সপ্রেসওয়ে ধরে হাওড়ার দিকে যাচ্ছিল। তখন বাসের মাথা থেকে আচমকাই দুটি বস্তা রাস্তায় পড়ে যায়। ঘটনাটি নজরে আসে কর্তব্যরত ট্র্যাফিকগার্ডের। বাসটিকে আটকায় তারা। স্তা দু’টি খুলতেই দেখা যায় তাতে ভর্তি নিষিদ্ধ শব্দবাজি রয়েছে। সঙ্গে সঙ্গে বাজি বাজেয়াপ্ত করে ৩ জনকে আটক করে পুলিশ। যাত্রী বোঝাই দুরপাল্লার বাসে এভাবে বেআইনি নিষিদ্ধ শব্দবাজি নিয়ে যেতে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারতো বলে মনে করছেন অনেকেই।

Next Article