Howrah: বাচ্চার হাত ধরে হাওড়ার এক নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ে দিয়ে নেমে বাসস্ট্যান্ডে পৌঁছন মহিলা… সব রহস্যের ফাঁস সেখানেই, জালে সেই মহিলা

Subrata Banerjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 12, 2025 | 4:54 PM

Howrah: ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরে স্বামীর কাছে যাওয়ার আগে সাত বছরের এক মেয়ে এবং সাড়ে তিন বছরের অন্য একটি মেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলেন।

Howrah: বাচ্চার হাত ধরে হাওড়ার এক নম্বর প্ল্যাটফর্মের সাবওয়ে দিয়ে নেমে বাসস্ট্যান্ডে পৌঁছন মহিলা... সব রহস্যের ফাঁস সেখানেই, জালে সেই মহিলা
গ্রেফতার শিশু পাচারকারি
Image Credit source: TV9 Bangla

Follow Us

 হাওড়া: হাওড়া স্টেশন থেকে শিশু অপহরণের ঘটনায় হাওড়া রেল পুলিশের হাতে গ্রেফতার মূল পাচারকারি মহিলা। যদিও এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি শিশুকে। ধৃত মহিলাকে হাওড়া আদালতে তোলা হয়।

গত ৫ মার্চ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স থেকে হুগলির এক মহিলার সাড়ে তিন বছরের এক কন্যা সন্তানকে অপহরণ করে চম্পট দেয় এক মহিলা। জানা গিয়েছে, ওই মহিলা দক্ষিণ ২৪ পরগনার লক্ষ্মীকান্তপুরে স্বামীর কাছে যাওয়ার আগে সাত বছরের এক মেয়ে এবং সাড়ে তিন বছরের অন্য একটি মেয়েকে নিয়ে হাওড়া স্টেশনে অপেক্ষা করছিলেন। সারারাত জেগে থাকার পর সকালের দিকে একটু ঝিমিয়ে পড়লে ওই মহিলা ছোট মেয়েটিকে নিয়ে চম্পট দেয়। ঘটনার তদন্ত শুরু করে হাওড়ায় রেল পুলিশ।

হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলে দেখা যায় শিশুটিকে নিয়ে ওই মহিলা এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে সাবওয়ে হয়ে স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে বের হয়। সিসিটিভি ফুটেজ দেখে ওই মহিলাকে শনাক্ত করে পুলিশ। রাতে উলুবেড়িয়ার কুলগাছিয়া, বেলতলা, পোটোপাড়া থেকে শাহানারা বেগম নামে ওই মহিলাকে বাড়ি থেকে গ্রেফতার করে রেল পুলিশ। যদিও তাঁর কাছ থেকে শিশুটিকে পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে,  শিশুটিকে রাজস্থানের কোনও এক দম্পতিকে বিক্রি করে দেওয়া হয়েছে।

রেল পুলিশের পক্ষ থেকে সেখানে তদন্তকারী দল পাঠানো হবে। রেল পুলিশের পক্ষ থেকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য হাওড়া আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে আবেদন করা হয়।