হাওড়া: বৃহস্পতিবার একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছিল হাওড়ার স্কুলে। তারপরই ওই স্কুলগুলিকে নোটিস দিলেন হাওড়ার ডিআই (ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর)। শুক্রবার বালুহাটি হাইস্কুল, বালুহাটি গার্লস হাইস্কুল ও বালুহাটি রাজলক্ষ্মী বালিকা বিদ্যালয়কে নোটিস দেওয়া হয়েছে।
ডিআই অফিসের বক্তব্য, স্কুলে এভাবে মিছিলের আয়োজন করে শিশু অধিকার লঙ্ঘন করা হয়েছে। এমন মিছিল নিরাপদ নয় বলেও উল্লেখ করা হয়েছে ওই নোটিসে। স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের নিয়ে কেন মিছিল করা হল, স্কুল কর্তৃপক্ষকে সেই ব্যাখ্যা দিতে হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে জবাব চাওয়া হয়েছে। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
ডিআই সুজিত কুমার হাইতের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলেও, তিনি ফোন তোলেননি। বালুহাটি হাইস্কুলের টিচার ইনচার্জ অঞ্জন কুমার সাহা জানিয়েছেন, স্কুল চলাকালীন কোনও মিছিল হয়নি, আর মিছিলে কোনও শিক্ষক-শিক্ষিকাও অংশ নেননি। তিনি বলেন, আমাদের কেন শোকজ করা হয়েছে জানি না, ৪ টে ৪৫ মিনিটের পর মিছিল বের করা হয়েছে। প্রাক্তন ছাত্রছাত্রীরা এই উদ্যোগ নেয়। মিছিলে কয়েকজন বর্তমান ছাত্রছাত্রীও ছিল।
সম্প্রতি পশ্চিম মেদিনীপুরের ডিআই দফতরের তরফে এমনই একটি নির্দেশিকা দেওয়া হয়, যা নিয়ে বিতর্ক বাড়ে। স্কুল ক্যাম্পাসের বাইরে কোনও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে না স্কুল পড়ুয়ারা, এমনই নির্দেশ দেয় ডিআই অফিস। এক্স হ্যান্ডেলে একটি নির্দেশিকা পোস্ট করে সেই অভিযোগ তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।