Howrah: ‘পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়’, মুখ্যমন্ত্রীকে মেইল করলেন এক প্রোমোটার… আর তারপরই…

Subrata Banerjee | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 19, 2025 | 3:18 PM

Howrah: এই এলাকার চন্দ্রবাটি ভিলেজ রোডে একটি বহুতল নির্মাণ করছেন অভিজিৎ নায়েক নামে এক প্রোমোটর। তাঁর অভিযোগ, এই কাজ করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা তোলা চেয়েছেন থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু মণ্ডল।

Howrah: পাঁচ লক্ষ টাকা চাওয়া হয়, মুখ্যমন্ত্রীকে মেইল করলেন এক প্রোমোটার... আর তারপরই...
অভিযোগকারী প্রোমোটার
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া:  তোলাবাজির অভিযোগ এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। অভিযোগ, পাঁচ লক্ষ চাওয়া হয় এক প্রমোটরের কাছে। প্রশাসনের দ্বারস্থ ওই প্রমোটর। মুখ্যমন্ত্রীকেই মেইল করেছেন ওই প্রোমোটার। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য  দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতে।

জানা গিয়েছে,  এই এলাকার চন্দ্রবাটি ভিলেজ রোডে একটি বহুতল নির্মাণ করছেন অভিজিৎ নায়েক নামে এক প্রোমোটর। তাঁর অভিযোগ, এই কাজ করতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। তাঁর কাছে পাঁচ লক্ষ টাকা তোলা চেয়েছেন থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান আবু মণ্ডল। তিনি এমদাদ হোসেন লস্কর নামে এক পঞ্চায়েত সদস্যকে তাঁর অফিসে পাঠিয়ে টাকা চাইছেন বলে অভিযোগ প্রোমোটারের।  টাকা না দেওয়ায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।

হাওড়া পুলিশ কমিশনার ও সাঁকরাইল থানায় তিনি লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রীর দফতরে তিনি মেইল করে বিষয়টি জানিয়েছেন।অভিজিৎ বাবু জানান, পুলিশ এখনও কোনও ব্যবস্থা নেয়নি। তিনি আতঙ্কে রয়েছেন।পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানান, বিষয়টি তাঁর জানা নেই। তবে অভিযোগ সত্যি হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই পঞ্চায়েত প্রধান আবু মন্ডলের বক্তব্য, দীর্ঘদিন প্রধান পদে রয়েছেন। কোনও বেআইনি কাজ তিনি করেননি। ঘটনার তদন্ত হোক। সবরকম সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি। তাঁর বক্তব্য, “অভিযোগ প্রমাণিত হলে, প্রধানের পদ ছেড়ে দেবো। মিথ্যা প্রমাণ হলে আইনানুগ ব্যবস্থা নেব।”