উলুবেড়িয়া: নিয়োগ দুর্নীতিতে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। নিত্যদিন জেরা থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে আসেছে। একের পর এক তাবড়-তাবড় নেতাদের নামও জড়িয়েছে নিয়োগ কেলেঙ্কারিতে। আকছাড় এই খবর যখন নিত্যদিনের সংবাদ শিরোনামে থাকছে সেই সময় সামনে এল আরও একটি চাঞ্চল্যকর তথ্য। চাকরি দেওয়ার নামে প্রচুর টাকা তোলার অভিযোগে গ্রেফতার তৃণমূল নেত্রী ও এক পুলিশ কর্তা।
ঘটনাটি হাওড়ার উলুবেড়িয়ার ২ নম্বর ব্লকের খলিসানি গ্রাম। গুরুতর এই অভিযোগটি উঠেছে সেখানে থেকে। অভিযোগ তৃণমূলের প্রাক্তন প্রধান ও বর্তমান পঞ্চায়েত সদস্য বর্ণালী দেঁড়ে ও তাঁর স্বামী সঞ্জীব দেঁড়েকে গ্রেফতার করেছে কলকাতা লালবাজার পুলিশের গোয়েন্দা বিভাগ। সঞ্জীব দেঁড়ে নিজেও একজন পুলিশ কর্তা। তিনি কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্টপেক্টর পদে নিযুক্ত ছিলেন কলকাতার বেনিয়াপুকুর থানায়।
সূত্রের খবর, স্বামী-স্ত্রী উভয়ই চাকরি দেওয়ার নামে টাকা তুলতেন। এলাকাবাসীর থেকে টাকা তো তুলেতেনই সঙ্গে বাইরের এলাকা থেকেও টাকা তোলার অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। রবিবার তাঁদের দু’জনকে বাউড়িয়া বুড়িখালির একটি বহুতল থেকে গ্রেফতার করেন লালবাজারের পুলিশ কর্তারা। এই বিষয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্ব কোনও রকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেছে। তবে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপি। হাওড়া গ্রামীণ জেলার বিজেপি সাধারণ সম্পাদক দ্বিজেন অধিকারী বলেন, “এরা দীর্ঘদিন ধরেই এই কাজ করছে। এই রকম আরও লোকজন রয়েছে। অবিলম্বে এদের যেন তিহাড়ে নিয়ে যাওয়া হয়।”