অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়াল TMC

Subrata Banerjee | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 23, 2024 | 9:25 PM

Howrah: সোমবার সকালে বেলুড়ে ধিক্কার মিছিল শুরু হয়। সেই মিছিলে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলরা সহ বালির তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তবে অনুপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়।

অমিত শাহের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে নিজেরাই ঝামেলায় জড়াল TMC
প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল
Image Credit source: Tv9 Bangla

Follow Us

হাওড়া: বেরিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে। কিন্তু সেই বিক্ষোভ কর্মসূচিতে বেরিয়ে নিজেরাই জড়িয়ে পড়লেন অর্ন্তকোন্দলে। সামনে চলে এল বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রানা চট্টোপাধ্য়ায় ও তৃণমূল যুব কংগ্রেস সদরের সভাপতি কৈলাস মিশরের দ্বন্দ্ব। একজনকে বলতে শোনা গেল, তিনি বিধায়কের পিএ নন। বক্তা। আর অন্যজন এটা কোনও ভদ্র ভাষা হতে পারে না।

সোমবার সকালে বেলুড়ে ধিক্কার মিছিল শুরু হয়। সেই মিছিলে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রাক্তন কাউন্সিলরা সহ বালির তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তবে অনুপস্থিত ছিলেন বালির বিধায়ক রানা চট্টোপাধ্যায়। আর এই প্রশ্নই কৈলাস মিশ্রকে করতে তিনি সাংবাদিকদের জানান, “বালি কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে আজকের কর্মসূচির বিষয়ে অবগত করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও তিনি কেন এলেন না তা আমি বলতে পারব না। দলের মিছিলে আসেননি এটা তো উচ্চ-নেতৃত্ব জানবে। আর উনি আসেননি কেন সেটা আমি বলতে পারব না। কারণ আমি ওঁর পিএ নই।”

যদিও বিধায়ক রানা চট্টোপাধ্যায় আবার বলেন,  “উনিও তৃণমূল করেন। আর এই কর্মসূচি ব্লকে-ব্লকে হচ্ছে। তৃণমূলের ব্যানারে এটা ছড়িয়ে পড়ুক। আর উনি কেন বললেন পিএ নই সেটা জানি না। এটা কোন ভদ্র ভাষা হতে পারে না। এই বক্তব্যের কোনও ব্যখা দেব না।”

Next Article