হাওড়া: হাওড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা। বেপরোয়া বাসের চাকায় পিষে মৃত্যু হল এক মহিলার। বৃহস্পতিবার সন্ধেয় ঘটনাটি ঘটেছে হাওড়ার হাসখালি পোল চুনাভাটির কাছে আন্দুল রোডের উপর। মৃতার নাম প্রতিভা তিওয়ারি। মাঝবয়সি ওই মহিলার বয়স আনুমানিক ৪৫-৫০ বছরের মধ্যে। আজ সন্ধেয় রাস্তার ধার দিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। দুর্ঘটনাস্থলে রাস্তার ধারে একটি জায়গায় আবর্জনার স্তূপ জমে ছিল। সেই আবর্জনার স্তূপ পাশ কাটিয়ে মহিলা এগচ্ছিলেন, সেই সময়েই পিছন থেকে আসা একটি বেসরকারি বাসের চাকায় পিষ্ট হয়ে যান তিনি।
সন্ধে প্রায় ৬টা নাগাদ আন্দুল রোডের উপর পোদরা মোড়ের কাছে ঘটনাটি ঘটে। মহিলার মাথা পিষে বেরিয়ে যায় বাসের চাকা। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার। ঘাতক গাড়িটিকে আটকে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মানুষজন। খবর দেওয়া হয় পুলিশের কাছেও। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে যান সাঁকরাইল থানার নাজিরগঞ্জ ফাঁড়ির পুলিশকর্মীরা। কিন্তু ততক্ষণে বাসের চালক ও খালাসি উভয়েই এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে। পলাতক চালক ও খালাসিরও সন্ধান চালাচ্ছেন পুলিশকর্মীরা। প্রাথমিকভাবে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, মৃতার বাড়ি চুনাভাটির মাছবাজার এলাকায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন পুলিশকর্মীরা।
এদিকে বৃহস্পতিবার সন্ধের এই মর্মান্তিক পথ দুর্ঘটনার জেরে আন্দুল রোডে দীর্ঘক্ষণ তীব্র যানজট তৈরি হয়। পরবর্তী সময়ে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে রাস্তার ধারে আবর্জনার স্তূপ পড়ে থাকার কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। এই নিয়ে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।