হাওড়া: একে রবিবার ছুটির দিন। তারপর আবার ভাইফোঁটা। সেই কারণেই পরিবার-আত্মীয়দের সঙ্গে বিভিন্ন জন বিভিন্ন জায়গায় বেড়াতে গিয়েছেন। সেই রকমই পরিবারকে নিয়ে মিলেনিয়াম পার্কে বেড়াতে গিয়েছিলেন বছর পঞ্চান্নর শেফালি কর নামে এক প্রৌঢ়া। তবে লঞ্চ থেকে নামতে গিয়ে বিপদ। লঞ্চ এবং জেটির মাঝখানের ফাঁকা অংশে পড়ে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন মহিলা।
হাওড়ার সাঁতরগাছিতে থাকেন শেফালি কর। রবিবার ভাইফোঁটা উপলক্ষ্যে বেড়াতে গিয়েছিলেন মিলেনিয়াম পার্কে। সঙ্গে ছিলেন মেয়ে-জামাই ও তাঁর স্বামী। কিন্তু বেড়িয়ে আর বাড়ি ফেরা হলো না। পরিবার সূত্রে খবর, মিলিনিয়াম পার্ক দেখার পর ফেয়ারলি ঘাট থেকে হাওড়া ফেরিঘাটে আসছিলেন লঞ্চে চড়ে। এরপর সন্ধে ছ’টা নাগাদ লঞ্চ থেকে জেটিতে নামতে গিয়ে লঞ্চ এবং জেটির মাঝখানের ফাঁকা অংশে পড়ে গিয়ে গঙ্গায় তলিয়ে যান। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও পর্যন্ত মহিলার খোঁজ মেলেনি।
চোখের সামনে দুর্ঘটনা ঘটায় কার্যত ভেঙে পড়েছেন ওই পরিবার। ঘটনাস্থলে পৌঁছেছে গোলাবাড়ি থানার পুলিশ। ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ এবং রিভার ট্রাফিক পুলিশ। শুরু হয়েচে তল্লাশি শুরু করেছে। ওই মহিলার আত্মীয় পরিজন লঞ্চ ঘাটে পৌঁছেছেন। শেফালিদেবীর স্বামী নিমাইচন্দ্র কর বলেন, “ফেয়ারলি থেকে একসঙ্গে আসছিলাম। আমার সঙ্গে আমার নাতি ছিল আর ছেলে। আমরা পেরিয়ে গিয়েছি। আর ওইটা গ্যাপ হয়ে গিয়েছে। সেই সময় আমার স্ত্রী মাঝখানে গলে গেছে। আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখছি তলিয়ে গেছে। জলে সেই সময় স্রোত ছিল। সবাই চিৎকার করছে বাঁচাও বাঁচাও। কিন্তু কেউ বাঁচালো না। আমি নামতে পারলাম না। আমায় কেউ নামতে দিল না।”