বেলুড়: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি স্বামী স্মরণানন্দজী মহারাজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন থেকে ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। ভর্তি ছিলেন রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে। এদিন রাত ৮টা ১৪ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি মাসেই তাঁকে দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীও। টানা তেইশ দিন ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে।
১৯২৯ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী স্মরণানন্দ। ১৯৯৭ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। ২০১৭ সালে স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পরে ওই বছরের ১৭ জুলাই মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী স্মরণানন্দ। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা মঠেই। রাত ১২ নাগাদ তাঁর মরদেহ বেলুড়ে আসবে বলে জানা যাচ্ছে। গোটা রাত সেখানেই রাখা থাকবে। ইতিমধ্যেই তাঁকে শেষ দেখা দেখতে বেলুড়ে ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। বুধবার রাতে হবে তাঁর শেষকৃত্য।
রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলছেন, “দীর্ঘ রোগভোগের পর মহারাজ স্বামীজির কোলে স্থান পেয়েছেন। তাঁর মরদেহ রাত ১২টা নাগাদ বেলুর মঠে আসবে। সেখানে সংস্কৃতি ভবনে সারা রাত রাখা থাকবে। যাঁর শেষবার দেখতে চান তাঁরা দেখতে পাবেন। আমাদের প্রধান ফটক খোলা থাকবে। আগামীকাল রাত ৯টা নাগাদ তাঁকে দাহ করা হবে।” স্বামী স্মরণানন্দের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজের মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত। আমি তাঁর সমস্ত অনুগামী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।
Deeply saddened at the news of the demise tonight of Srimat Swami Smarananandaji Maharaj, the Revered President of the Ramakrishna Math and Mission. This great monk during his lifetime has given spiritual leadership to the world order of the Ramakrishnaites and remains the source…
— Mamata Banerjee (@MamataOfficial) March 26, 2024
বেলুড়: প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের সভাপতি স্বামী স্মরণানন্দজী মহারাজ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৫ বছর। বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন থেকে ভুগছিলেন বার্ধক্যজনিত সমস্যায়। ভর্তি ছিলেন রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে। এদিন রাত ৮টা ১৪ মিনিট নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। চলতি মাসেই তাঁকে দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে দেখতে গিয়েছিলেন রাজ্যপাল, মুখ্যমন্ত্রীও। টানা তেইশ দিন ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে।
১৯২৯ সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন স্বামী স্মরণানন্দ। ১৯৯৭ সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব কাঁধে তুলে নেন তিনি। ২০১৭ সালে স্বামী আত্মস্থানন্দের প্রয়াণের পরে ওই বছরের ১৭ জুলাই মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ নির্বাচিত হন স্বামী স্মরণানন্দ। তাঁর প্রয়াণে শোকের ছায়া গোটা মঠেই। রাত ১২ নাগাদ তাঁর মরদেহ বেলুড়ে আসবে বলে জানা যাচ্ছে। গোটা রাত সেখানেই রাখা থাকবে। ইতিমধ্যেই তাঁকে শেষ দেখা দেখতে বেলুড়ে ভিড় করতে শুরু করেছেন ভক্তরা। বুধবার রাতে হবে তাঁর শেষকৃত্য।
রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ বলছেন, “দীর্ঘ রোগভোগের পর মহারাজ স্বামীজির কোলে স্থান পেয়েছেন। তাঁর মরদেহ রাত ১২টা নাগাদ বেলুর মঠে আসবে। সেখানে সংস্কৃতি ভবনে সারা রাত রাখা থাকবে। যাঁর শেষবার দেখতে চান তাঁরা দেখতে পাবেন। আমাদের প্রধান ফটক খোলা থাকবে। আগামীকাল রাত ৯টা নাগাদ তাঁকে দাহ করা হবে।” স্বামী স্মরণানন্দের প্রয়াণে শোক জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, রামকৃষ্ণ মঠ ও মিশনের শ্রদ্ধেয় সভাপতি শ্রীমৎ স্বামী স্মরণানন্দজী মহারাজের মৃত্যু সংবাদে গভীরভাবে শোকাহত। আমি তাঁর সমস্ত অনুগামী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানাই।
Deeply saddened at the news of the demise tonight of Srimat Swami Smarananandaji Maharaj, the Revered President of the Ramakrishna Math and Mission. This great monk during his lifetime has given spiritual leadership to the world order of the Ramakrishnaites and remains the source…
— Mamata Banerjee (@MamataOfficial) March 26, 2024