Howrah: সাতসকালে মাজারে ঢুকে এই কীর্তি? গ্রামের লোকজনও ছাড়ার পাত্র নয়…

Subrata Banerjee | Edited By: সায়নী জোয়ারদার

Aug 30, 2024 | 11:02 AM

Howrah: গ্রামবাসীরা জানান, ওই মাজারের মধ্যে একটি বড় কাঠের প্রণামী বাক্স আছে। তাতে দু'টি বড় তালা লাগানো ছিল। ওই তিন যুবকের লক্ষ্য ছিল প্রণামী বাক্সই। একটি তালা ভেঙেও ফেলে। দ্বিতীয়টি ভাঙতে গেলেই ঘটে বিপত্তি। ঠোকাঠুকি, করাতের শব্দ কানে যায় এলাকার লোকজনের।

Howrah: সাতসকালে মাজারে ঢুকে এই কীর্তি? গ্রামের লোকজনও ছাড়ার পাত্র নয়...
ঘটনাস্থলে পুলিশ।
Image Credit source: TV9 Bangla

Follow Us

হাওড়া: নিয়মিত ভক্তরা আসেন, প্রণাম করে প্রণামী দেন বাক্সে। অনেক টাকাই থাকে তাতে। এই প্রণামী দিয়েই বিশাল বাৎসরিক মেলা হয়। শুক্রবার সকালে চোর এসেছিল সেই প্রণামী বাক্স হাতাতে। তিনজনের একটি দল এসেছিল। তবে লাভের লাভ হয়নি। উল্টে গ্রামের লোকেরা একজনকে হাতেনাতে ধরে ফেলে। তুলে দেওয়া হয় পুলিশের হাতে। জগৎবল্লভপুরের মুন্সিরহাট ফতেআলি মাজারে।

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)

গ্রামবাসীরা জানান, ওই মাজারের মধ্যে একটি বড় কাঠের প্রণামী বাক্স আছে। তাতে দু’টি বড় তালা লাগানো ছিল। ওই তিন যুবকের লক্ষ্য ছিল প্রণামী বাক্সই। একটি তালা ভেঙেও ফেলে। দ্বিতীয়টি ভাঙতে গেলেই ঘটে বিপত্তি। ঠোকাঠুকি, করাতের শব্দ কানে যায় এলাকার লোকজনের।

এরপরই হইহই শুরু হয়ে যায়। তিনজনকে ধাওয়া দেন গ্রামের লোকেরা। প্রায় এক কিলোমিটার তাড়া করে একজনকে হাতেনাতে ধরে ফেলে। হাত-পা দড়ি দিয়ে বেঁধে জগৎবল্লভপুর থানায় খবর দেওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। এরপরই তাঁকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসী।

মাজার কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে ২০১৯ সালে এখান থেকে টাকা চুরি হয়। সিসিটিভি ফুটেজে চোরেদের ছবি ছিল। তার সঙ্গে আজকে ধৃত চোরের চেহারার যথেষ্ট মিল আছে। কমিটির ধারনা, এর পিছনে কোনও গ্যাং আছে, যারা জগৎবল্লভপুরে একাধিক চুরির ঘটনার সঙ্গে যুক্ত থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ

Next Article