Howrah: শরীরের নিচে কোনও কাপড় নেই, গঙ্গার পার থেকে ৬ বছরের বাচ্চা মেয়ের বস্তাবন্দি দেহ উদ্ধারে চাঞ্চল্য

Subrata Banerjee | Edited By: জয়দীপ দাস

Dec 24, 2023 | 12:27 PM

Howrah: প্রাথমিক তদন্তে অনুমান, অসৎ উদ্দেশ্যেই কেউ বা কারা মেয়েটিকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। তারপরই করা হয় খুন। প্লাস্টিকের বস্তা থেকে শিশুটির দেহ উদ্ধারের পর দেখা যায় তার শরীরের নিচের দিকে কোনও কাপড়ই নেই। সেটাই আরও ভাবাচ্ছে পুলিশকে।

Howrah: শরীরের নিচে কোনও কাপড় নেই, গঙ্গার পার থেকে ৬ বছরের বাচ্চা মেয়ের বস্তাবন্দি দেহ উদ্ধারে চাঞ্চল্য
ঘটনায় জোর শোরগোল এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

হাওড়া: বাচ্চা মেয়ের বস্তাবন্দি দেহ উদ্ধার হাওড়া সাকরাইল থানা অন্তর্গত রাজগঞ্জ বানিপুরে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল হাওড়ার (Howrah) সাঁকরাইল থানা এলাকায়। কে বা কারা বাচ্চাটিকে ওই অবস্থায় ফেলে গিয়েছে তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। সূত্রের খবর, শনিবার বিকাল থেকে নিখোঁজ হয়ে যায় ৬ বছরের আলিয়া খাতুন। খোঁজ চলে এলাকায়। এলাকার মসজিদ থেকেও তাঁর খোঁজে করা হয় মাইকিং। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও মেলেনি কোনও খোঁজ। বাড়ির লোকেরা অনেক খোঁজাখুঁজি করেও তার খোঁজ না পেয়ে পুলিশের দ্বারস্থ হওয়ার কথা ভাবছিলেন। এমনকী তাঁরা যখন থানায় যাচ্ছিলেন তখন তাঁদের কাছে খবর আসে গঙ্গার ধার থেকে বস্তাবন্দি একটা বাচ্চার দেহ উদ্ধার হয়েছে। 

খবর পেয়েই তাঁরা এলাকায় ছুটে যান। খবর যায় পুলিশে। বাচ্চাটিকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাজী এসটি মল্লিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের সদস্যরা জানাচ্ছেন, পড়াশোনা শেষ করে শনিবার বিকেল পাঁচটার সময় বাড়ির সামনে খেলছিল মেয়েটা। তারপর থেকেই তার আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে অনুমান, অসৎ উদ্দেশ্যেই কেউ বা কারা মেয়েটিকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে যায়। তারপরই করা হয় খুন। প্লাস্টিকের বস্তা থেকে শিশুটির দেহ উদ্ধারের পর দেখা যায় তার শরীরের নিচের দিকে কোনও কাপড়ই নেই। সেটাই আরও ভাবাচ্ছে পুলিশকে। দুষ্কৃতীতের খোঁজে শুরু হয়েছে তল্লাশি। জোরকদমে তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। জিজ্ঞাসাবাদ চলছে এলাকায়।

Next Article