Uluberia: চিকিৎসার গাফিলতিতে বধূ মৃত্যুর অভিযোগ, উত্তেজনা তুঙ্গে

Supradeep Mondal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jun 20, 2024 | 1:04 PM

Uluberia: গৃহবধূর পরিবারের অভিযোগ, হাসপাতালে কোনও অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল না। বাড়ির লোকের অ্যাম্বুলেন্স খুঁজতে প্রায় দু'ঘণ্টা দেরি হয়ে যায়। দু'ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই বাচ্চা প্রসব হয়। সেই সময় পরিবারের লোকজন স্থানীয় একটি চিকিৎসকের কাছে গিয়ে বাচ্চা প্রসব করা হয়।

Uluberia: চিকিৎসার গাফিলতিতে বধূ মৃত্যুর অভিযোগ, উত্তেজনা তুঙ্গে
নার্সিংহোমে উত্তেজনা
Image Credit source: TV9 Bangla

Follow Us

উলুবেড়িয়া:  চিকিৎসার গাফিলতিতে গৃহবধূর মৃত্যু ঘিরে বাউড়িয়া ফোর্ট গ্লস্টার স্টেট জেনারেল হাসপাতালে উত্তেজনা। বুধবার রাত দশটা নাগাদ এক গৃহবধূ প্রসব যন্ত্রণা নিয়ে হাসপাতালে আসে। অভিযোগ কোনওরকম চিকিৎসা না করে গৃহবধূকে অন্যত্র স্থানান্তরিত করা হয়।

গৃহবধূর পরিবারের অভিযোগ, হাসপাতালে কোনও অ্যাম্বুলেন্স পরিষেবা ছিল না। বাড়ির লোকের অ্যাম্বুলেন্স খুঁজতে প্রায় দু’ঘণ্টা দেরি হয়ে যায়। দু’ঘণ্টা পর অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই বাচ্চা প্রসব হয়। সেই সময় পরিবারের লোকজন স্থানীয় একটি চিকিৎসকের কাছে গিয়ে বাচ্চা প্রসব করা হয়।

বৃহস্পতিবার সকালে গৃহবধূর অবস্থা অবনতি হওয়ায় তাঁকে ফের ওই হাসপাতালে ভর্তি করে। তারপরই গৃহবধূর মৃত্যু হয়। পরিবারে অভিযোগ, এদিন সকালেও কোনওরকম চিকিৎসা করেনি। এই গাফিলতির ফলেই মৃত্যু হয়েছে গৃহবধূর। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, গৃহবধূ হাসপাতালে আসার আগেই মৃত্যু হয়েছে। তাই তাঁকে ময়না তদন্ত করতে হবে। গৃহবধূ পরিবারের লোকজন ময়নাতদন্ত করতে অস্বীকার করে। তা নিয়ে অশান্তি তুঙ্গে ওঠে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Next Article