উলুবেড়িয়া: গঙ্গার ভাঙনের কবলে শ্যামপুরের বাসুদেবপুর প্রাইমারি স্কুল। দীর্ঘ প্রায় বছর চার স্থানীয় ক্লাবেই চলছে স্কুল। স্থানীয় অভিভাবকদের দাবি, বাধ্য হয়েই তাঁদের স্কুলে পাঠাতে হচ্ছে অভিভাবকরা। স্থানীয় বাসিন্দা ও অভিভাবকদের অভিযোগ, বছর চার আগে শ্যামপুরের বেলাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসুদেবপুর এলাকায় ২০০ ফুট গঙ্গা নদীর বাঁধে ভাঙন দেখা যায় তলিয়ে যায় গ্রামের রাস্তা। নদীর পাশে থাকা বাসুদেবপুর প্রাইমারি স্কুল ভাঙন আতঙ্কে ছাত্র ছাত্রীদের পাঠানো বন্ধ করেন অভিভাবকরা।
সেই থেকে স্কুল বন্ধ অবস্থায় পড়ে ক্লাস হচ্ছে স্থানীয় ক্লাবে। অভিভাবক থেকে স্কুল শিক্ষক-পড়ুয়ারা চাইছে স্কুল দ্রুত চালু হোক। স্কুলের প্রধান শিক্ষক জানান, সমস্যা হচ্ছে, তিনি ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানিয়েছেন, তাঁরা আশ্বাস দিয়েছেন দ্রুত স্কুল চালু হবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দ্রুত প্রশাসনকে এ বিষয়ে ব্যবস্থা করতে হবে। তা না হলে পড়ুয়াদেরই মহা সমস্যায় পড়তে হবে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)