উলুবেড়িয়া: তৃণমূল (Trinamool Congress) প্রার্থীকে ঘেরাও করে বিক্ষোভ, ইটবৃষ্টি। মাথা বাঁচাতে হেলমেট পরে এলাকা ছাড়তে হল উলুবেড়িয়া উত্তরের প্রার্থী নির্মল মাজিকে। উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের মুক্তিরচক এলাকায় মঙ্গলবার তৃতীয় দফার ভোটে এই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়।
তৃণমূলের অভিযোগ, মুক্তিরচকে তাঁদের বুথে হামলা চলে। টেবিল-চেয়ার পুকুরে ফেলে দেওয়া হয়। সেই খবর পেয়ে উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের দু’বারের বিধায়ক নির্মল মাজি এলাকায় যান। অভিযোগ, এরপরই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার লোকজন।
আরও পড়ুন: রাতে ফোন পেয়ে বেরিয়ে গিয়েছিলেন বিজেপি কর্মী, পরদিন সকালে পুকুর ধারে মিলল নিথর দেহ
অভিযোগ ইটবৃষ্টি শুরু হয়। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে এই আশঙ্কা থেকেই নির্মল মাজিকে হেলমেট পরিয়ে কোনওক্রমে এলাকা থেকে বের করে আনা হয়। ইটের আঘাতে মাথা ফেটে যায় বলে অভিযোগ নির্মল মাজির এক নিরাপত্তারক্ষীর। পাশাপাশি আরেক নিরাপত্তারক্ষীর বুকে লাথি মারা হয় বলেও অভিযোগ। তাঁদের আমতা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে আমতা ১ নম্বরের বিজেপি সহ সভাপতি সৌরভ দাস বলেন, “তৃণমূলের অভিযোগের কোনও ভিত্তিই নেই। ওদের বুথও বসেছে। ভালভাবেই কাজ করছে। উনি ভোটারদের প্রভাবিত করতে গিয়েছিলেন মুক্তিরচকে। কিন্তু ভোটাররা তাতে সায় না দিয়ে পাল্টা প্রতিবাদ করেন।”