হাওড়া: অফিস টাইমে ট্রেন চলাচল ব্যহত হাওড়া-আমতা (Howrah-Amta) শাখায়। লোকাল ট্রেনের প্যানটোগ্রাফ ভেঙে শুক্রবার সকালে ঘটে বিপত্তি। এর জেরে দক্ষিণ পূর্ব রেলে হাওড়া আমতা শাখায় রেল পরিষেবা বিঘ্নিত হয়। এদিন সকাল ৯টা ৪৫ মিনিট নাগাদ কোনা স্টেশনের কাছে একটি লোকাল ট্রেনের প্যানটোগ্রাফ ভেঙে যায় বলে রেল সূত্রে খবর। যার জেরে আপ ও ডাউন লাইনের ট্রেন পরিষেবা ব্যহত হয়। এর জেরে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টা পর ফের চালু হয় ট্রেন চলাচল।
এদিকে যেহেতু একেবারে অফিস টাইমে এই বিপত্তি, চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্যকুমার চৌধুরী জানিয়েছেন, ৯টা ৪৫ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটেছে। যার ফলে আপ ও ডাউন লাইনে ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ ছিল। এদিকে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। রেলের তরফে জানানো হয়, মেরামতির কাজ দ্রুত শুরু করা হয়েছে। যত তাড়াতাড়ি সম্ভব পরিষেবা স্বাভাবিক করা হবে। প্রায় দু’ঘণ্টা পর মেরামতি শেষে ট্রেন চলাচল শুরু হয় হাওড়া আমতা লাইনে।
প্রায় ২ ঘণ্টা পর ট্রেনটিকে কোনওরকমে কারশেডে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। তারপর ট্রেন চলাচল শুরু হয়। এদিকে এদিনের ঘটনার পর ক্ষোভ উগরে দেন নিত্যযাত্রীরা। তাঁদের বক্তব্য, হাওড়া আমতা লাইনে প্রায়শই ট্রেনের সমস্যা দেখা দেয়। জয়ন্ত মুখোপাধ্যায় নামে এক যাত্রী বলেন, “ট্রেন তো রোজই দেরিতে চলে। সময়ের ঠিক নেই। আমরা প্রাইভেট ফার্মে চাকরি করি। এরকম সমস্যায় পড়তে হলে খুবই চাপ। মুন্সিরহাট থেকে এই ট্রেনটার ৮টা ২০-তে সময়। মুন্সিরহাটেই এলো ৮টা ৪০-এ। তারপরও প্রায় আড়াই ঘণ্টা দাঁড়িয়ে। আমরা নিত্যযাত্রী রেলের। আমরা তো বলব এটা রেলের গাফিলতি। রোজই বাড়ি ফেরার সময় সমস্যা হয়। এখন আবার অফিস যাওয়ার সময়ও দেখছি।”