হাওড়া: তৃণমূল প্রতীক না দেওয়ায় কংগ্রেসের প্রার্থী হয়েছিল দু’জন। শনিবার দল থেকে বহিষ্কার করা হল হাওড়া সদরের দু’জনকে। পঞ্চায়েত ভোটে দল প্রার্থী না করলে নির্দল বা অন্য দলের হয়ে ভোটে লড়লে কড়া ব্যবস্থা নেবে, আগেই বলেছিল শীর্ষ নেতৃত্ব। এবার সেই মতো ব্যবস্থা নেওয়া শুরু। এদিন ৫৬ জনকে দল থেকে সাসপেন্ড ঘোষণা করেছে দল। এরপরই সামনে এসেছে হাওড়ার দু’জনের নাম। দক্ষিণ হাওড়ার (Howrah) ঝোড়হাট গ্রামপঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান মিনতি সেনাপতি এবং ডোমজুড় ব্লকের মাকড়দা-১ অঞ্চলের তৃণমূল কর্মী আসলাম হক মল্লিককে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের হাওড়া জেলা সদর সভাপতি কল্যাণ ঘোষ। সেখানেই এই ঘোষণা করা হয়। যদিও বহিষ্কৃতদের কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি। পেলে তা এই প্রতিবেদনে যুক্ত করা হবে। তবে কল্যাণ ঘোষের বক্তব্য, মিনতি ও আসলাম তৃণমূলের প্রার্থী হতে না পেরে এলাকায় কংগ্রেসের হয়ে ভোটে লড়ার সিদ্ধান্ত নেন। তাই এই বহিষ্কারের সিদ্ধান্ত। তবে এই মিনতি, আসলামদের মতো অনেকেই দলের টিকিট না পাওয়ায় অন্য দলের হয়ে ভোটে লড়ছেন। অনেক ক্ষেত্রেই হয়েছে, অন্য প্রতীকে জিতে পরে আবারও দলে ঢুকে গিয়েছেন।
তবে এবার সেই সুযোগ যে আর পাওয়া যাবে না, তা আগেই বলেছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। কল্যাণ ঘোষ এদিন জানান, দলের কাছে তালিকা পৌঁছেছে কে কোথায় কোন প্রতীকে লড়ছেন। রাজ্য নেতৃত্ব সেইমতোই বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। এদিন পূর্ব মেদিনীপুরের এগরায় দুই নির্দল প্রার্থীকে তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছে বলে খবর।