Jalpaiguri: গলায় আটকে লিচুর বিচি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই চোখ বুঝল একরত্তি

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

May 26, 2024 | 4:09 PM

Jalpaiguri: শনিবার বিকালে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের আলতাবুল রহমানের বছর আড়াইয়ের শিশুপুত্র সামিম আকতার। বাড়ির উঠোনে থাকা লিচু গাছের নিচে ভাইকে নিয়ে খেলতে থাকার সময় গাছ থেকে একটি পাকা লিচু পড়তেই সঙ্গে সঙ্গে লিচুটির খোসা ছাড়িয়ে মুখে দেয়। আর তাতেই ঘটে যায় বিপত্তি।

Jalpaiguri: গলায় আটকে লিচুর বিচি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই চোখ বুঝল একরত্তি
শোকের ছায়া এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: শ্বাসনালীতে লিচু আটকে মৃত্যু একরত্তির। বাড়ির লিচু গাছের নিচে ছোট ভাইকে নিয়ে খেলছিল বছর আড়াইয়ের সামিম। বাড়ির লোকেরা জানাচ্ছেন সেই সময় একটি গাছ পাকা লিচু মাটিতে পড়েলে খোসা ছাড়িয়ে নিয়ে সামিম তা মুখে পুড়ে দেয়। এরপরেই ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। 

জানা গিয়েছে শনিবার বিকালে রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া গ্রামের আলতাবুল রহমানের বছর আড়াইয়ের শিশুপুত্র সামিম আকতার। বাড়ির উঠোনে থাকা লিচু গাছের নিচে ভাইকে নিয়ে খেলতে থাকার সময় গাছ থেকে একটি পাকা লিচু পড়তেই সঙ্গে সঙ্গে লিচুটির খোসা ছাড়িয়ে মুখে দেয়। এরপর আচমকাই তা শিশুর গলায় আটকে গেলে চিৎকার শুরু করে দেয়। ছুটে আঅসে পরিবারের লোকজন। তড়িঘড়ি এক বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে। 

মৃত শিশুর বাবা আলতাবুল রহমান বলছেন, “শনিবার আমি বাড়ি ছিলাম। বিকেলের দিকে মসজিদে যাওয়ার আগে হঠাৎ এই ধরনের ঘটনা ঘটে যায়। এর আগেও লিচু খেয়েছে আমার ছেলে। বাড়িতে গাছ থাকায় প্রতিদিন বাড়ির লিচু খায়। কিন্তু গতকাল বিকেলে হঠাৎ করে গলায় আটকে যায়। তড়িঘড়ি ফুলবাড়ী বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তাররা মৃত বলে ঘোষণা করে।” গ্রামবাসী হাবুল আলি বলেন, “এই ধরনের ঘটনা ঘটবে ভাবতে পারিনি। লিচু আটকে গিয়ে এই ভাবে মর্মান্তিক মৃত্যু মেনে নেওয়া যায় না। শান্তনা দেওয়ার কোনও ভাষা খুঁজে পাচ্ছি না।” 

Next Article