Allegation against Civic Volunteer: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস, থানায় যেতেই ‘হুমকি’

Nileswar Sanyal | Edited By: সঞ্জয় পাইকার

Sep 18, 2024 | 7:46 PM

Allegation against Civic Volunteer: ওই মহিলা জানান, তাঁর বাড়ির পাশেই ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি। মহিলার স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন বেশিরভাগ সময়। মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস করেছেন বলে অভিযোগ। অভিযোগকারিণী বলেন, "আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে বাধা দিত।"

Allegation against Civic Volunteer: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস, থানায় যেতেই হুমকি
বুধবার পুলিশ সুপারের সঙ্গে দেখা করেন অভিযোগকারিণী

Follow Us

ময়নাগুড়ি: দু’জনেই বিবাহিত। একই পাড়ায় বাড়ি। সেই সূত্রে যাতায়াত। তারপরই বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন দু’জনে। অভিযোগ, মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস করেন প্রতিবেশী। বছর দুয়েক এভাবে চলার পর প্রতিবেশীর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন মহিলা। অভিযুক্ত পেশায় সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, থানায় যাওয়ার পরই মহিলা ও তাঁর পরিবারকে নানা হুমকি দিচ্ছেন ওই সিভিক ভলান্টিয়ার ও তাঁর শ্বশুর। ঘটনাটি ময়নাগুড়ির।

ওই মহিলা জানান, তাঁর বাড়ির পাশেই ওই সিভিক ভলান্টিয়ারের বাড়ি। মহিলার স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকেন বেশিরভাগ সময়। মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে লাগাতার সহবাস করেছেন বলে অভিযোগ। অভিযোগকারিণী বলেন, “আমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে বাধা দিত।” গত ৮ সেপ্টেম্বর ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ, এখনও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি।

এরপর গত ১১ সেপ্টেম্বর পুলিশ সুপারের কাছেও লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, এরপর থেকেই নতুন করে হুঁশিয়ারি দিচ্ছেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। এমনকি, মহিলার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করার হুমকি দিয়েছে। তাই এদিন ফের পুলিশ সুপারের দ্বারস্থ হন ওই মহিলা ও তাঁর স্বামী। পুলিশ সুপার তাঁদের সঙ্গে কথা বলেছেন।

এই খবরটিও পড়ুন

জানা গিয়েছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের শ্বশুর স্থানীয় তৃণমূল নেতা। তিনি ওই পরিবারকে হুমকি দিয়েছেন। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তাঁর ফোন সুইচ অফ থাকায় যোগাযোগ করা যায়নি।

ঘটনায় জলপাইগুড়ির পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের আশ্বাস দিয়েছেন তিনি।

Next Article