Jalpaiguri: সিকিম বিপর্যয়ের রেশ, ফের ক্রান্তিতে মর্টার শেল বিস্ফোরণে জখম এক যুবক

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Oct 20, 2023 | 7:21 PM

Jalpaiguri: জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি কল্যাণ খাঁ জানিয়েছেন, বিস্ফোরণজনিত কারণে যুবকের দুটি হাত মারাত্মক ভাবে জখম হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসা চলছে।

Jalpaiguri: সিকিম বিপর্যয়ের রেশ, ফের ক্রান্তিতে মর্টার শেল বিস্ফোরণে জখম এক যুবক
এখনও চাপা উত্তেজনা এলাকায়
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ক্রান্তি: সিকিম বিপর্যয়ের পর বিগত কয়েক কয়েক দিনে তিস্তায় ভেসে আসা সেনার মর্টার শেল ফেটে লাগাতার বিস্ফোরণের খবর মিলেছিল উত্তরবঙ্গের নানা প্রান্ত থেকে। পুজোতেও দেখা গেল সেই ঘটনার প্রতিচ্ছবি। তিস্তা নদীতে ভেসে আসা বিস্ফোরক ফেটে গুরুতর জখম হলেন যুবক। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ব্লকের কাঠাম বাড়ি এলাকায়। জখম যুবকের নাম দেবাশিস বৈদ্য (২২)। যদিও ঘটনায় পুলিশ আধিকারিকদের কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, কাঠাম বাড়ি এলাকার বাসিন্দা এই যুবক শুক্রবার সকালে তিস্তার চড়ে চাষের কাজে গিয়েছিলেন। সেই সময় কোনওভাবে তার হাতে বিস্ফোরক ফেটে যায়। ঘটনার পরেই স্থানীয়রা উদ্ধার করে ক্রান্তি থানার পুলিশের সহযোগীতায় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। 

জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি কল্যাণ খাঁ জানিয়েছেন, বিস্ফোরণজনিত কারণে যুবকের দুটি হাত মারাত্মক ভাবে জখম হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন। চিকিৎসা চলছে। প্রসঙ্গত, গত ৪ অক্টোবর সিকিমের বিপর্যয়ের পর তিস্তা নদীতে ভেসে আসা সেনাবাহিনীর মর্টার শেল বাড়িতে আনে বিপর্যের মুখে পড়েছিল এক পরিবার। খুলতে গিয়ে ফেটে গিয়েছিল শেলটি। তাতেই মৃত্যু হয় একজনের। আহত হন আরও ৫ জন। ক্রান্তি ব্লকের চাপাডাঙা এলাকায় ঘটেছিল এই ঘটনা। মৃত ও আহতদের ইতিমধ্য়েই ক্ষতিপূরণ দিয়েছে সরকার। ওই ঘটনার পর আজ ফের ক্রান্তি ব্লকে সেনার মর্টার ফেটে আহত হলেন আরও একজন। তাতেই নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

Next Article