জলপাইগুড়ি: ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপক শিল্পী মঙ্গলাকান্ত রায়ের পায়ের কাছে বসে তাঁর সমস্যার কথা শুনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। শিল্পীর পায়ে হাত দিয়ে প্রণামও করেন অভিষেক। জনসংযোগ কর্মসূচি নিয়ে উত্তরবঙ্গে গিয়েছেন তিনি। শনিবার ময়নাগুড়ি থেকে কর্মসূচি শুরু করেছেন। সেই কর্মসূচির মাঝেই অভিষেক দেখা করলেন ১০০ পেরনো মঙ্গলাকান্তের সঙ্গে। ‘পদ্মশ্রী’ সম্মান পেলেও মাথার ওপর ছাদ জোটেনি বলে আগেও আক্ষেপ করেছিলেন এই প্রবীণ সারিঞ্জা বাদক। এদিন সেই সব সমস্যার কথাই তিনি বলেন অভিষেককে। তবে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে বিমান ধরতে পারেননি শিল্পী।
এদিন ময়নাগুড়ির জটিলেশ্বর মন্দির থেকে জনসংযোগ কর্মসূচি শুরু করেন অভিষেক। মন্দিরেই আনা হয়েছিল মঙ্গলাকান্তকে। আবার এদিনই তাঁর কলকাতায় যাওয়ার কথা ছিল। অভিষেকের জন্য অপেক্ষা করতে গিয়ে দেরি হওয়ায় বিমান ধরতে পারেননি তিনি। পরে ট্রেনে চেপে রওনা হবেন বলে জানিয়েছেন তাঁর ছেলে।
মঙ্গলাকান্তর কী সমস্যা বা তিনি কী চান, তা অভিষেক জানতে চেয়েছেন এদিন। অভিষেকের অফিসের তরফ থেকে মঙ্গলাকান্তর ফোন নম্বর সহ অন্যান্য তথ্য নেওয়া হয়েছে।
অভিষেকের সঙ্গে সাক্ষাতের আগেই এদিন মঙ্গলাকান্ত জানিয়েছিলেন, তাঁর বাড়ির রাস্তা খারাপ। সরকার থেকে একটা ঘরও পাননি তিনি। এসবই অভিষেককে বলবেন বলে জানিয়েছিলেন।
বর্তমানে স্ত্রী চম্পা রায়কে নিয়ে একটি কুঁড়ে ঘরে কোনও প্রকারে দিন কাটান মঙ্গলাকান্ত রায়। একসময় সারিঞ্জা বাজিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষে করে সংসার চালাতে হয়েছিল তাঁকে। কিন্তু এখন বয়েসের ভারে সেটাও পারেন না। ফলে পদ্মশ্রী সম্মান পেলেও দিনযাপনে কোনও পরিবর্তন আসেনি তাঁর।