Jalpaiguri: হার্নিয়ার অপারেশন করতে জেল থেকে হাসপাতালে, সুস্থ হতেই পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট আসামীর
Jalpaiguri: ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে স্বাস্থ্য মহলে। এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। কিন্তু, এখনও পর্যন্ত বিচারাধীন ওই বন্দীর টিকিরও দেখা মেলেনি। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হাসপাতালের লোকজনকে।
জলপাইগুড়ি: হার্নিয়ার অপারেশেনের কারণে হাসপাতালে ভর্তি। অপারেশনও হয়। বেশ কিছুটা সুস্থও হয়ে উঠেছিল রোগী। কিন্তু, তারপরই ঘটে গেল তাজ্জব ঘটনা। হাসপাতাল ছেড়ে চম্পট দিল রোগী। আর এ রোগী আবার যে রোগী নয়। পকসো মামলায় বিচারাধীন বন্দি। তাতেই গোটা ঘটনায় প্রশ্নের মুখে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। সেই সঙ্গে চিকিৎসাধীন বন্দীর নজরদারির দায়িত্বে থাকা জেলের নিরাপত্তা কর্মীদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে স্বাস্থ্য মহলে। এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ। কিন্তু, এখনও পর্যন্ত বিচারাধীন ওই বন্দীর টিকিরও দেখা মেলেনি। সূত্রের খবর, হার্নিয়ার অপারেশনের জন্য গত ১১ তারিখ জলপাইগুড়ি সেন্ট্রাল জেল কর্তৃপক্ষ পকসো মামলায় বিচারাধীন এক বন্দিকে মেডিক্যাল কলেজের অধীনে থাকা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে।
হাসপাতাল সূত্রে খবর, অপারেশনের পর থেকে ধীরে ধীরে সুস্থও হয়ে উঠতে শুরু করে ওই রোগী। কিন্তু, কে জানতো তাঁর মাথায় অন্য কিছু চলছে। এদিন সকালেই ঘটে যায় ঘটনাটা। কারারক্ষী ও হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজনের নজর এড়িয়ে পালিয়ে যায় ওই ব্যক্তি। খবর চাউর হতেই রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। পুলিশ তল্লাশি শুরু করলেও এখনও তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।