জলপাইগুড়ি: কেন্দ্রীয় সরকারের সঙ্গে জীবন সিংহের শান্তি আলোচনা দ্রুত শেষ করতে হবে এই দাবিকে সামনে রেখে শুক্রবার দুপুরে ময়নাগুড়ি (Mayanaguri) অসম মোড় এলাকায় অনশনে বসেছিলেন অল কামতাপুর স্টুডেন্টস ইউনিয়নের নেতা-কর্মীরা। খবর পেয়ে সেখানে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। এরপর ঘটনাস্থল থেকে ১৪ জন আকসু নেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া বলে কবর। তাতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
আকসু কর্মীদের দাবি কেন্দ্রের সঙ্গে শান্তি আলোচনা করার জন্য গত কয়েকমাস আগে সমাজের মূল স্রোতে ফিরে এসেছেন কেএলও চিফ জীবন সিংহ। কিন্তু দীর্ঘ কয়েক মাস কেটে গেলেও এখনও সেই বৈঠক সম্পন্ন হয়নি। তাই কেন্দ্রের সঙ্গে জীবন সিংহের শান্তি আলোচনা দ্রুত শেষ করার দাবিতে তাঁরা আন্দোলনের পথে নেমেছেন।
ছাত্র নেতা রঞ্জিত বর্মন, কৌশিক বর্মন বলেন, আকসুর কেন্দ্রীয় কমিটির তরফ থেকে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কেন্দ্রের সঙ্গে কেএলও চিফ জীবন সিংহের যে শান্তি বৈঠক হওয়ার কথা ছিল তা ১৫ অগস্টের আগে শেষ করতে হবে। এই দাবিকে সামনে রেখেই বিক্ষোভ সামিল হন আকসুর নেতা-কর্মীরা। কিন্তু তার আগেই পুলিশের এই পদক্ষেপ। এদিকে ১৫ অগস্টের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তবে আরও বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ছাত্র নেতারা।
কে পি পি নেতা নিখিল রায়ের অভিযোগ, তাঁদের ছাত্র সংঠনের পক্ষ থেকে এদিন বেলা ১ টা নাগাদ বিক্ষোভ বসার কথা ছিল। ছাত্ররা যখন সেই বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতি নিচ্ছিল সেই সময় পুলিশ চলে আসে। সংগঠনের একাধিক নেতৃত্ব ও কর্মীদের পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়। এ ঘটনায় রাজ্য সরকার ও পুলিশের তীব্র নিন্দা করেন তিনি।