জলপাইগুড়ি: গত ৩১ ডিসেম্বর পর্যন্ত বকেয়া পড়ে থাকা গাড়ির ট্যাক্স, ফিটনেস, পারমিটের জরিমানা মুকুব করল রাজ্য পরিবহন দফতর (Transport Department)। জলপাইগুড়িতে বৈঠক শেষে এই কথা জানিয়ে গেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী। সূত্রের খবর, রাজ্যের প্রায় সাড়ে ১২ লক্ষ গাড়ির ট্যাক্স, ফিটনেস এবং পারমিট নবীকরণ বকেয়া পড়ে রয়েছে। যেই সমস্ত গাড়ির মালিকরা এই বিষয়গুলি নবীকরণ করেননি তাঁদের জন্য রাজ্য পরিবহণ দফতরের পক্ষ থেকে বিশেষ সুবিধার কথা ঘোষণা করা হল। তাদের বকেয়া ট্যাক্স, পারমিট এবং ফিটনেসের ক্ষেত্রে যে জরিমানা লাগত সেই সব জরিমানা মুকুব করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জলপাইগুড়িতে এই কথা জানান।
তবে এই সুযোগ থাকছে চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। অন্যদিকে বাণিজ্যিক গাড়ির ক্ষেত্রে মূল ফি দিলে জরিমানার ওপর ৮০ % ছাড় দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার রাজ্যের পরিবহণ মন্ত্রী উত্তরের মালদহ বাদে সবক’টি জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে জলপাইগুড়ি জেলাশাসকের দফতরে বৈঠক করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, গাড়ির বকেয়া করে ছাড় দেওয়া হয়েছে। এই সুযোগ বারবার দেওয়া সম্ভব নয়। তাই যাদের কর বকেয়া রয়েছে তাঁরা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে জমা দিয়ে কর ছাড় নিয়ে নেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি তিনি আরও বলেন, যে সমস্ত বেআইনি টোটো রাজ্য বা জাতীয় সড়কে চলাচল করে তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ করা হবে। কারণ বেআইনি টোটোর সংখ্যা প্রচুর বেড়েছে। তাই বে আইনি টোটো কারখানাগুলি অবিলম্বে বন্ধ করে দেওয়া হবে।