BSF: যুদ্ধক্ষেত্রের অস্ত্র কীভাবে ব্যবহার করতে হয়, বাংলার সীমান্তের বাসিন্দাদের দেখাচ্ছে BSF

Nileswar Sanyal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 09, 2024 | 4:01 PM

BSF: বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম এবং জেলা শহর গুলিতে  এই  উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার জলপাইগুড়ি শহরে অস্ত্র প্রদর্শনী, কেরিয়ার কাউন্সিলিং-সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

BSF: যুদ্ধক্ষেত্রের অস্ত্র কীভাবে ব্যবহার করতে হয়, বাংলার সীমান্তের বাসিন্দাদের দেখাচ্ছে BSF
বিএসএফের উদ্যোগ
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: বাংলাদেশের পরিস্থিতি তপ্ত হয়ে রয়েছে। নিত্য হমকি দিচ্ছে বাংলাদেশ। সোমবার বিধানসভায় দাঁড়িয়ে পাল্টা হুঁশিয়ারিও দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সীমান্তে নজরদারি আরও জোরদার করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দফতরও সক্রিয়। এই পরিস্থিতি সীমান্তে বিএসএফের অভিনব উদ্যোগ। যুদ্ধক্ষেত্রে কীভাবে অস্ত্র ব্যবহার করতে হয়, তা আমজনতাকে দেখাল বিএসএফ। ।

বিএসএফের উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের পক্ষ থেকে ভারত বাংলাদেশ সীমান্ত গ্রাম এবং জেলা শহর গুলিতে  এই  উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার জলপাইগুড়ি শহরে অস্ত্র প্রদর্শনী, কেরিয়ার কাউন্সিলিং-সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ব্রিগেডিয়র রাজীব গৌতম সহ ৯৮/১৫১/০৬/৪০ নম্বর কোম্পানির উচ্চ পদস্থ আধিকারিকেরা।

সীমান্তে শত্রু পক্ষের সঙ্গে মোকাবিলা করার ক্ষেত্রে বিএসএফের ব্যবহৃত অত্যাধুনিক অস্ত্র প্রদর্শনী-সহ সীমান্তে অপরাধ মূলক কাজ রুখতে ডগ স্কোয়াডের প্রদর্শনীও হয়।

প্রসঙ্গত, সীমান্তে নিরাপত্তা জোরদার করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, “সংবেদনশীল এলাকাগুলিতে নিরাপত্তা আরও জোরদার করতে আন্তঃরাষ্ট্রীয় সীমান্তের জন্য ব্যাপক বড় পরিকল্পনা আনছি। নিরাপত্তা বলয়ে কমপ্রিহেনসিভ ইন্টিগ্রেটেড বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম পাইলট প্রজেক্ট হিসাবে আনছি।” এই পরিস্থিতি বিএসএফের এই উদ্যোগ অভিনব।

Next Article