জলপাইগুড়ি: গজলডোবায় তিস্তা ব্যারাজ পরিদর্শনে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। রবিবার তিস্তা ব্যারাজ ঘুরে দেখেন তিনি। জানা গিয়েছে, গতবছর সিকিমের ভয়াবহ বন্যার পর তিস্তা পলিতে ভরে গিয়েছে। তাই অল্প জল বাড়লেই বন্যার আশঙ্কা রয়েছে। একইসঙ্গে নদীর নাব্যতা কীভাবে বাড়ানো যায়, তাও সরেজমিনে খতিয়ে দেখেন মুখ্যসচিব।
এদিন ব্যাটারি চালিত গাড়ি চেপে গজলডোবা পরিদর্শন করেন মনোজ পন্থ। সঙ্গে ছিলেন জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন, রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। ছিলেন সেচ দফতরের আধিকারিকরাও। বিধায়ক খগেশ্বর রায় জানান, গজলডোবা ব্যারাজের পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যসচিব।
কতটা জল ছাড়া হচ্ছে তাও জানতে চান তিনি। জল ছাড়ার পরিমাণ বাড়লে কোন কোন এলাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাও খোঁজ নেন। গজলডোবায় হাওয়া মহলে একটি বৈঠকও হয় এদিন। প্রসঙ্গত, এদিন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। শিলিগুড়ির উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, কেন্দ্র বন্যা মোকাবিলায় কোনও আর্থিক সহায়তা করে না। তিনিও উত্তরের প্লাবন পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। মালদহ, দক্ষিণ দিনাজপুরের মতো জেলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তিনি। এরইমধ্যে রাজ্যের মুখ্যসচিব জলপাইগুড়িতে তিস্তা ব্যারাজের হালহকিকতের খোঁজ নেন এদিন।