Jalpaiguri: রাহুলের ন্যায় যাত্রার আগেই ভিড়ে ঠাসা জলপাইগুড়ি, ‘স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক’, বলছেন পুলিশের চাকরিপ্রার্থীরা

Nileswar Sanyal | Edited By: জয়দীপ দাস

Jan 28, 2024 | 10:52 AM

Jalpaiguri: সাব ইন্সপেক্টর পদের এই পরীক্ষার জন্য রবিবার সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড় উপচে পড়তে শুরু করেছে জলপাইগুড়ি শহরে। এদিন দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বেলা ২ টা পর্যন্ত।

Jalpaiguri: রাহুলের ন্যায় যাত্রার আগেই ভিড়ে ঠাসা জলপাইগুড়ি, ‘স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হোক’, বলছেন পুলিশের চাকরিপ্রার্থীরা
ভিড় বাড়ছে পরীক্ষার্থীদের
Image Credit source: TV-9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: রাহুলের পদযাত্রার আগে শহরে উপচে পড়ল পরীক্ষার্থীদের ভিড়। দাবি উঠল স্বচ্ছতার সঙ্গে পরীক্ষার। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে বিগত কয়েক মাস ধরেই গোটা দেশের নজর বাংলার দিকে। জেলে দিন কাটছে খোদ প্রাক্তন শিক্ষামন্ত্রীর। এরইমধ্যে যোগ্য ব্যাক্তিরা চাকরি পাক এই দাবি নিয়ে শহরে পরীক্ষা দিতে এসেছেন প্রায় দশ হাজার পরীক্ষার্থী। প্রসঙ্গত, এদিন কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা। এই পরীক্ষার জন্য ইতিমধ্যেই রাহুল গান্ধীর পূর্ব ঘোষিত কর্মসূচিতেও রদ-বদল হয়ে গিয়েছে।

সাব ইন্সপেক্টর পদের এই পরীক্ষার জন্য রবিবার সকাল থেকে পরীক্ষার্থীদের ভিড় উপচে পড়তে শুরু করেছে জলপাইগুড়ি শহরে। এদিন দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হবে পরীক্ষা। চলবে বেলা ২ টা পর্যন্ত। তবে সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রগুলিতে দূর-দূরান্ত থেকে আসতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। বাড়ছে ভিড়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই তিন জেলার প্রায় ১০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবে জলপাইগুড়িতে। শহর ও শহর সংলগ্ন মোট ২৪ টি ভেনুতে নেওয়া হচ্ছে পরীক্ষা। 

রাজকুমার বর্মন নামে এক পরীক্ষার্থী জানালেন তিনি কোচবিহারের নিশিগঞ্জ থেকে পরীক্ষা দিতে জলপাইগুড়ি এসেছেন। পরীক্ষা নিয়ে খুবই আশাবাদী তিনি। প্রস্তুতিও ভাল রয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, আমরা চাই স্বচ্ছতার সাথে নিয়োগ হোক। যোগ্য ব্যাক্তিরাই চাকরি পাক। অন্যদিকে রাহুল গান্ধীর ন্যায় যাত্রায় জলপাইগুড়ি রুটের ন পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার দুপুরে জলপাইগুড়িতে জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক গোলাম আহমেদ মীর। তখনই জানা যায় পরীক্ষার জন্য বদলাচ্ছে মিছিলের রুট। 

Next Article