Murder Case: বাঁশ দিয়ে বেধড়ক মার ছেলের, বাড়িতেই মৃত্যু বাবার

Nileswar Sanyal | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 12, 2023 | 4:59 PM

আত্মীয়রা জানিয়েছেন, মানিক রায় ৪৮ প্রতিদিনই নেশা করে বাড়ি ফিরতেন। এই নিয়ে তাঁদের পারিবারিক অশান্তি চলত।

Murder Case: বাঁশ দিয়ে বেধড়ক মার ছেলের, বাড়িতেই মৃত্যু বাবার
প্রতীকী ছবি

Follow Us

জলপাইগুড়ি: পারিবারিক অশান্তির কথা অনেকেই জানতেন। তার ফল যে এতটা ভয়াবহ হতে পারে, তা ভাবতে পারেননি আত্মীয় বা প্রতিবেশীরা। ৪৮ বছরের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় খুনের অভিযোগ উঠল খোদ ছেলের বিরুদ্ধে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের ঠাকুরের কামাত এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। মৃত ব্যক্তির নাম মানিক রায়। তিনি ছিলেন পেশায় রাজমিস্ত্রি। তবে তিনি যে প্রায়ই নেশা করে বাড়ি ফিরতেন, তা জানেন এলাকার অনেক বাসিন্দাই। তার জেরেই অশান্তি চরম আকার নিয়েছে বলে মনে করা হচ্ছে।

আত্মীয়রা জানিয়েছেন, মানিক রায় প্রতিদিনই নেশা করে বাড়ি ফিরতেন। এই নিয়ে তাঁদের পারিবারিক অশান্তি চলত। সোমবার সকালেও অশান্তি‌ হয় বলে দাবি প্রতিবেশীদের। অভিযোগ, এদিন মানিকবাবুর ছেলে সঞ্জয় রায় নিজের বাড়ি‌তেই বাবাকে বেঁধে বাঁশ দিয়ে বেধড়ক মারধর করেন। রীতিমতো হাত পা ভেঙে দেন বলেও অভিযোগ। পরে মানিক রায়ের মৃত্যু হয়। খবর পেয়ে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। ইতিমধ্যেই ছেলে সঞ্জয়কে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় গ্রামপঞ্চায়েতের সদস্য সামসুন নেহার বলেন, “নেশা নিয়ে বিবাদ চলত। আমরা অনেকবার বিবাদ মিটিয়েছি। আজ সকাল থেকেই গন্ডগোল শুরু হয়। এরপর আমাদের কাছে ওই পরিবারের লোকেরা এলে আমি প্রধানের কাছে যাওয়ার কথা বলি। পরে জানতে পারলাম ছেলে বাবাকে বেঁধে পিটিয়েছে। ওঁর মৃত্যু হয়েছে।” খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

Next Article