উত্তরবঙ্গ মেডিকেলে কোভিড ব্লকে ধোঁয়া, আগুন-আতঙ্কে তুমুল বিশৃঙ্খলা

May 21, 2021 | 1:09 PM

এদিন সকালে হঠাৎই হাসপাতালের (North Bengal Medical College Hospital)কোভিড-১ ব্লকে ধোঁয়া বের হতে দেখা যায়।

উত্তরবঙ্গ মেডিকেলে কোভিড ব্লকে ধোঁয়া, আগুন-আতঙ্কে তুমুল বিশৃঙ্খলা
নিজস্ব চিত্র।

Follow Us

জলপাইগুড়ি: উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের (North Bengal Medical College Hospital) কোভিড-১ ব্লকে আগুন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন রোগীরা। শুক্রবার সকালে এই আগুন লাগার ঘটনা ঘটে। অক্সিজেন সরবরাহ ব্যবস্থা ও বাইপ্যাপ মেশিন থেকেই আগুন ছড়ায় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। তড়িঘড়ি দমকলে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে হঠাৎই হাসপাতালের কোভিড-১ ব্লকে ধোঁয়া বের হতে দেখা যায়। এই দৃশ্যে ভয়ে, আতঙ্কে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় হাসপাতালজুড়ে। কর্তৃপক্ষ দ্রুত রোগীদের সরানোর নির্দেশ দেয়। কোভিড-১ ব্লকের দ্বিতীয় তলে তড়িঘড়ি রোগীদের স্থানান্তরিত করা হয়। ঘটনাস্থলে যান হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক ও বিভাগীয় প্রধান। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছেন তাঁরা।

আরও পড়ুন: আগের থেকে অনেকটাই ভাল রয়েছেন কবি, মিনিটে লাগছে ৬ লিটার অক্সিজেন

উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত জানান, সকালে মেশিন থেকে প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছিল। হাসপাতাল কর্মীরা তৎপর হয়ে জানালার কাচ ভেঙে দেন। সেখানে সাতজন রোগী চিকিৎসাধীন ছিলেন। দ্রুত তাঁদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়। একইসঙ্গে খবর দেওয়া হয় দমকলে। হাসপাতাল কর্মী ও দমকল কর্মীদের যৌথ প্রচেষ্টায় বড় বিপদ এড়ানো গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন।

Next Article