করোনা নিয়ে ভুয়ো পোস্টে আতঙ্ক ছড়ানো হচ্ছে, পুলিশের দ্বারস্থ স্বাস্থ্য দফতর

সৈকত দাস |

May 06, 2021 | 3:07 AM

স্বাস্থ্য আধিকারিক জানান, এবার থেকে স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও নিগ্রহ করলে পাল্টা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

করোনা নিয়ে ভুয়ো পোস্টে আতঙ্ক ছড়ানো হচ্ছে, পুলিশের দ্বারস্থ স্বাস্থ্য দফতর
প্রতীকী ছবি

Follow Us

জলপাইগুড়ি: সোশ্যাল মিডিয়ায় করোনা (Corona) নিয়ে গুজব ছড়িয়ে সমাজে আতঙ্ক ছড়াচ্ছে একদল মানুষ। এমনই অভিযোগ করে সাইবার ক্রাইম থানার দারস্থ হল খোদ স্বাস্থ্য দফতর।

সোশ্যাল মিডিয়ায় করোনা নিয়ে নানারকম বিভ্রান্তিমূলক পোস্ট করা হচ্ছে। অন্য কোনও জায়গার করোনায় মৃতের ঘটনাকে জলপাইগুড়ি দাবি করে ছড়ানো হচ্ছে নেট দুনিয়ায়। এর ফলে জনমানসে আতঙ্ক ও ভুল ধারনা তৈরি হচ্ছে। এমনই সব অভিযোগ এনে কিছু পোস্টের স্ক্রিনশট নিয়ে জলপাইগুড়ি জেলাশাসক ও পুলিশ সুপারের দ্বারস্থ হল স্বাস্থ্য দফতর। বুধবার বিকেলে সাংবাদিক সম্মেলন করেও অভিযোগের কথা জানালেন উত্তরবঙ্গের জন স্বাস্থ্যবিষয়ক অফিসার অন স্পেশাল ডিউটি ডাক্তার সুশান্তকুমার রায়।

তিনি বলেন,”কিছু ভুয়ো ছবিকে জলপাইগুড়ির ঘটনা বলে অভিহিত করে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার সম্প্রতি শাহুডিঙি শ্মশানের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যাঁরা এই ধরনের ভিডিয়ো ছড়িয়েছেন তাঁরা কি এর মাধ্যমে মানুষের মৃত্যু কমাতে পারবেন? নাকি মানুষ স্বাস্থ্য বিধি মানলে করোনা নিয়ন্ত্রণে থাকবে?” প্রশ্ন তোলেন স্বাস্থ্য আধিকারিক।

প্রসঙ্গত, কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছে, করোনায় প্রকৃত মৃতের সংখ্যা চেপে দেওয়া হচ্ছে। যা নিয়ে স্বাস্থ্য আধিকারিকের মন্তব্য, এটা ডাহা মিথ্যা। মৃত্যুর খবর কখনও লুকনো যায় না। যেখানে দাহ করার জন্য ডেথ সার্টিফিকেট দেখানো বাধ্যতামূলক, সেখানে করোনায় মৃত্যুর সংখ্যা লুকানোর কোনও প্রশ্নই ওঠে না।

তিনি আরও বলেন, জলপাইগুড়ি কোভিড হাসপাতালের চিকিৎসক ও নার্সরা তাঁদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে চলেছেন। এর মধ্যে সাতজন নার্স করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে রোগী আত্মীয়দের কাছে তাঁদেরই নিগ্রহ হতে হচ্ছে। এসব আর সহ্য করা হবে না।

স্বাস্থ্য আধিকারিক জানান, এবার থেকে স্বাস্থ্য কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও নিগ্রহ করলে পাল্টা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Next Article