Heat Stroke: প্রচণ্ড গরমে বাড়ছে হিট স্ট্রোকের ভয়, বিশেষ ব্যবস্থা চালু হাসপাতালে

Nileswar Sanyal | Edited By: Soumya Saha

Apr 30, 2024 | 9:13 PM

Heat Stroke: তীব্র দাবদাহের পরিস্থিতিতে স্বাস্থ্য দফতর থেকে হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, হিট স্ট্রোক ম্যানেজমেন্টের জন্য স্পেশাল ইউনিট চালু করার জন্য। যাতে হিট স্ট্রোকে আক্রান্তরা দ্রুত চিকিৎসা পরিষেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপের কথা বলেছে স্বাস্থ্য দফতর।

Heat Stroke: প্রচণ্ড গরমে বাড়ছে হিট স্ট্রোকের ভয়, বিশেষ ব্যবস্থা চালু হাসপাতালে
প্রতীকী ছবি।
Image Credit source: TV9 Bangla

Follow Us

রাজগঞ্জ: যেভাবে গরম বাড়ছে, তাতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। সূর্যের প্রখর তেজে দুপুর বেলা রাস্তা-ঘাটে বের হওয়া দায় হয়ে পড়েছে। ইতিমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে হিট স্ট্রোকের খবরও আসতে শুরু করেছে, যা নিয়ে উদ্বেগ বাড়ছে চিকিৎসক ও স্বাস্থ্য কর্তাদেরও। হিট স্ট্রোকে আক্রান্তের জন্য এবার বিশেষ উদ্যোগ রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে। হিট স্ট্রোকে আক্রান্তদের চালু করা হয়েছে একটি বিশেষ ইউনিট। উল্লেখ্য, আবহাওয়া দফতর থেকে ইতিমধ্যেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে জেলায় জেলায়। আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতির কথা মাথায় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ করছে স্বাস্থ্য দফতরও।

তীব্র দাবদাহের পরিস্থিতিতে স্বাস্থ্য দফতর থেকে হাসপাতালগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, হিট স্ট্রোক ম্যানেজমেন্টের জন্য স্পেশাল ইউনিট চালু করার জন্য। যাতে হিট স্ট্রোকে আক্রান্তরা দ্রুত চিকিৎসা পরিষেবা পান, সে বিষয়টি নিশ্চিত করতেই এই পদক্ষেপের কথা বলেছে স্বাস্থ্য দফতর। সেই নির্দেশ মোতাবেক এবার রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে চালু করা হল হিট স্ট্রোকের জন্য বিশেষ ইউনিট। পাঁচ বেডের এই বিশেষ ব্যবস্থা সম্পন্ন ইউনিট প্রস্তুত রাখা হচ্ছে হিট স্ট্রোকে আক্রান্তদের তাৎক্ষণিক পরিষেবা দেওয়ার জন্য।

রাজগঞ্জ ব্লক স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক রাহুল রায় জানাচ্ছেন, যেভাবে তীব্র গরম পড়েছে, এই সময়ে হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘সেই কারণেই স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে রাজ্যের প্রতিটি গ্রামীণ হাসপাতালে স্পেশাল ইউনিট তৈরি করার জন্য। সেই নির্দেশ মেনে আমরা রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে পাঁচটি বেডের একটি আলাদা ইউনিট তৈরি করেছি। এখানে উন্নত মানের বেডের পাশাপাশি থাকছে হিট স্ট্রোক ম্যানেজমেন্টের যাবতীয় চিকিৎসা সরঞ্জাম।’

Next Article