জলপাইগুড়ি : রাত পোহালেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। তার ঠিক আগেই এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্য মৃত্যতে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে। বাড়ি থেকেই অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। ওই ছাত্রী অত্যন্ত মেধাবী বলেই দাবি করেছেন তার পরিবার-পরিজনেরা। শুধু পড়াশোনাই নয়, সঙ্গীতেও নিষ্ঠা ছিল তার। পরীক্ষার ঠিক এমন একটি মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ গোটা পরিবার। মৃত ছাত্রীর নাম মঞ্জিষ্ঠা ভাদুড়ি। জলপাইগুড়ি শহরের ডাঙা পাড়া এলাকায় তার বাড়ি। সোমবার দুপুরে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। পরে সন্ধ্যায় হাসপাতালে তার মৃত্যু হয়।
রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী মঞ্জিষ্ঠা। বিজ্ঞান বিভাগে পড়ত সে। তার প্রতিবেশীরা জানিয়েছেন, মঞ্জিষ্ঠা পড়াশোনায় যেমন মেধাবী ছিল, তেমনই সুন্দর গান গাইত। স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নিত সে। আচমকা এমন ঘটনায় স্তম্ভিত সকলে।
তাকে উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে এনে বার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানেই মৃত্যু হয় তার।
মৃত ছাত্রীর এক বান্ধবীর বাবা রানা বিশ্বাস খবর পেয়েই ছুটে যান। তিনি বলেন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। আমি শুনলাম গিজার বাস্ট করে মারা গিয়েছে। এর থেকে বেশি কিছু জানি না। আমার মেয়ের সঙ্গেই পড়ত মঞ্জিষ্ঠা। মঙ্গলবার থেকে পরীক্ষা শুরু। তার আগে এমন একটি ঘটনায় আমার মেয়ে সহ সব বান্ধবীরাই ভেঙে পড়েছে।
অপরদিকে পুলিশ সূত্রে খবর, ছাত্রী অগ্নিদগ্ধ হওয়ার কারণ এখনও অস্পষ্ট। ঘটনাটি দুর্ঘটনা নাকি আত্মহত্যা, না অন্য কিছু তাburnর তদন্ত হবে। কোতোয়ালি পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে মৃত্যুর তদন্ত করছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে দেহ মঙ্গলবার ময়নাতদন্ত করা হবে। মর্মান্তিক এই ঘটনায় ছাত্রীর বাবা, মা শোকে বাররুদ্ধ হয়ে গিয়েছেন।