Fraud Case: টাকা দিলেই মিলবে পুলিশের চাকরি, প্রতারিত অসংখ্য বেকার, উধাও অভিযুক্ত হোমগার্ড
Jalpaiguri Fraud Case: অভিযুক্তের নাম দেবাশিস দেবনাথ। তিনি ময়নাগুড়ি ব্লকের পান বাড়ির বাসিন্দা। অভিযোগ, দেবাশিসবাবু শ্বশুরবাড়ি এলাকায় নিজেকে প্রভাবশালী পরিচয় দেন। এরপর গত কয়েক বছর ধরে একাধিক এলাকায় পুলিশের চাকরি দেওয়ার নাম করে লক্ষ-লক্ষ টাকা তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
জলপাইগুড়ি: পুলিশে চাকরি পাইয়ে দেবেন বলেছিলেন। সেই মারফৎ গ্রামের বেকার যুবক-যুবতীদের কাছ থেকে লক্ষাধিক টাকা তোলার অভিযোগও উঠেছিল। এমনকী জয়েনিং লেটারও ধরিয়েছিলেন বলে খবর। কিন্তু কোথায় কী! সবটাই যে ফক্কা আওয়াজ পরে তা বুঝতে পারেন প্রতারিতরা। আর তারপরই থানায় অভিযোগ দায়ের। কাঠগড়ায় হোম গার্ড।
অভিযুক্তের নাম দেবাশিস দেবনাথ। তিনি ময়নাগুড়ি ব্লকের পান বাড়ির বাসিন্দা। অভিযোগ, দেবাশিসবাবু শ্বশুরবাড়ি এলাকায় নিজেকে প্রভাবশালী পরিচয় দেন। এরপর গত কয়েক বছর ধরে একাধিক এলাকায় পুলিশের চাকরি দেওয়ার নাম করে লক্ষ-লক্ষ টাকা তোলার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। প্রতারিতরা বিষয়টি বুঝতে পেরে বারংবার নাকি টাকা ফেরতও চান। এরপর তা না পেয়ে থানায় অভিযোগ দায়ের করেন। শুক্রবার অভিযোগকারীদের থানায় ডাকা হয়। তদন্তকারী আধিকারিকরা জিজ্ঞাবাদ করেন।
যদিও, অভিযুক্ত দেবাশিস দেবনাথের ফোন সুইচ অফ রয়েছে। তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও পাওয়া যায়নি প্রতিক্রিয়া।
ফালাকাটার এক স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক নারায়ণচন্দ্র বিশ্বাস বলেন, “গ্রামের একাধিক যুবকের কাছ থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে দেবাশিস। প্রতারিতরা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা ডিভিশনাল কমিশনার থেকে শুরু করে পুলিশের কাছে অভিযোগ জানাই।” অভিযোগকারী চন্দন দাস বলেন, “আমার ছেলেকে পুলিশের চাকরি দেওয়ার নাম করে সাড়ে ছ’লক্ষ টাকা নিয়েছিল দেবাশিস। টাকা ফেরত দেয়নি, চাকরি দেয়নি। থানায় অভিযোগ করেছি।” পুলিশ সুপার উমেশ খান্ডবহালে জানিয়েছেন এক হোমগার্ডের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা তোলার অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।