Tourist Special Train: NJP থেকে এই স্পেশাল ট্রেনই ঘুরিয়ে দেখাবে ৬ দর্শনীয় স্থান! এবার সাধ্যের মধ্যেই সাধ পূরণ

Nileswar Sanyal | Edited By: Soumya Saha

May 31, 2024 | 3:47 PM

NJP Special Train: শুক্রবার দুপুরে জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে এই উদ্যোগের কথা ঘোষণা করেন আইআরসিটিসি গুয়াহাটির সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা। এটি হল একটি প্যাকেজ ট্যুর। অর্থাৎ শুধু ট্রেনের বুকিংই নয়, সঙ্গে তিন বেলার খাওয়া-দাওয়া, হোটেলে রাত্রিবাস-সহ সবরকম ব্যবস্থাপনা থাকবে।

Tourist Special Train: NJP থেকে এই স্পেশাল ট্রেনই ঘুরিয়ে দেখাবে ৬ দর্শনীয় স্থান! এবার সাধ্যের মধ্যেই সাধ পূরণ
ভারত গৌরব ট্যুরিস্ট স্পেশাল ট্রেন
Image Credit source: Twitter

Follow Us

জলপাইগুড়ি: এবার সাধ্যের মধ্যেই হবে সাধ পূরণ। একেবারে অল্প কিছু খরচেই তীর্থযাত্রার দুর্দান্ত সুযোগ করে দিচ্ছে আইআরসিটিসি। এক ট্রেনেই ঘুরতে পারবেন বৈষ্ণোদেবী, হরিদ্বার, হৃষিকেশ, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যার রাম মন্দির। উত্তরবঙ্গের পর্যটকদের কথা মাথায় রেখে এই বিশেষ উদ্যোগ নিয়েছে আইআরসিটিসি কর্তৃপক্ষ। আগামী ২৪ জুন নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে রওনা দেবে ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই মন্দিরে প্রতিদিন উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। এই স্পেশাল ট্রেনে ভ্রমণ পিপাসু তথা তীর্থযাত্রীরা শুধু রামলালার দর্শনই নয়, সঙ্গে উত্তর ভারতের একাধিক তীর্থক্ষেত্র দর্শনের সুযোগ পাবেন।

শুক্রবার দুপুরে জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক ডেকে এই উদ্যোগের কথা ঘোষণা করেন আইআরসিটিসি গুয়াহাটির সিনিয়র এক্সিকিউটিভ বিশ্বরঞ্জন সাহা। এটি হল একটি প্যাকেজ ট্যুর। অর্থাৎ শুধু ট্রেনের বুকিংই নয়, সঙ্গে তিন বেলার খাওয়া-দাওয়া, হোটেলে রাত্রিবাস-সহ সবরকম ব্যবস্থাপনা থাকবে। এক ট্রেনেই আপনি ঘুরে নিতে পারবেন অযোধ্যা, বৃন্দাবন থেকে শুরু করে হরিদ্বার, বৈষ্ণোদেবী-সহ একাধিক তীর্থস্থান। আইআরসিটিসির ওই অফিসার জানান, এই প্যাকেজের মধ্যে যাতায়াত, হোটেলে থাকা-খাওয়া-সহ যাবতীয় সুবিধা দেওয়া হবে। নিরামিষ খাবার পরিবেশন করা হবে। পাশাপাশি ট্রেনে প্যারামেডিক্যাল স্টাফও থাকবেন। এছাড়াও কেউ অসুস্থ হয়ে পড়েন, তাঁর চিকিৎসার ব্যবস্থাও করা হবে।

আগামী ২৪ জুন সকাল ১০টায় নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে এই ভারত গৌরব স্পেশাল ট্যুরিস্ট ট্রেন। মোট ৮ রাত ৯ দিনের ভ্রমণ প্যাকেজ। প্যাকেজে অন্তর্ভুক্ত দর্শনীয় স্থানগুলি ঘুরিয়ে আবার ২ জুলাই সন্ধে ৬টায় ট্রেনটি ফিরবে নিউ জলপাইগুড়ি স্টেশনে। যাত্রাপথে নিউ জলপাইগুড়ি ছাড়াও, মালদা টাউন, রামপুরহাট, দুমকা, ভাগলপুর, জামালপুর, কিউল ও পাটনা থেকে বোর্ডিং করা যাবে ট্রেনে। প্যাকেজে জনপ্রতি খরচ নন এসিতে ১৭ হাজার ৯০০ টাকা এবং এসি থ্রি টিয়ারে জনপ্রতি খরচ পড়বে ২৯ হাজার ৫০০ টাকা।

Next Article