Jalpaiguri: বাড়িতে ঢুকেছিল অজগর, হাতে ধরে ভিডিয়ো বানাতে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী, পরের ঘটনা শুনলে লোম খাড়া হয়ে যাবে

Nileswar Sanyal | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Dec 27, 2024 | 5:00 PM

Jalpaiguri: জানা গিয়েছে,  বৃহস্পতিবার সকালে চারের বাড়ি এলাকার এক গৃহস্থের বাড়িতে একটি অজগর সাপ ঢুকে যায়। গ্রামে খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষের ভিড় জমে সেই বাড়িতে। খবর পেয়ে হাজির হয়ে গিয়েছিল প্রদীপ মণ্ডল। 

Jalpaiguri: বাড়িতে ঢুকেছিল অজগর, হাতে ধরে ভিডিয়ো বানাতে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার্থী, পরের ঘটনা শুনলে লোম খাড়া হয়ে যাবে
আহত ছাত্র (ইনসেটে উদ্ধার হওয়া অজগর)
Image Credit source: TV9 Bangla

Follow Us

জলপাইগুড়ি: পাশের বাড়িতে অজগর ঢুকেছে, ঝড়ের মতো খবর চাউর হয়ে যায় গ্রামে। খবর শোনা মাত্রই পড়া ফেলে ছুটে সে বাড়িতে হাজির হয় বছর ষোলোর প্রদীপ। ততক্ষণে যদিও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা সেখানে পৌঁছেছেন। অজগর ধরার প্ল্যানিং চলছে। কিন্তু তার মধ্যেই কেরামতি দেখিয়ে অজগরের সঙ্গে ছবি তোলার জন্য হাতে তুলে নেয় প্রদীপ। ব্যস! হাতে পড়ে অজগরের কামড়। সে কামড় কোনওভাবেই ছাড়ানো যাচ্ছিল। হাত চেপে ধরেই সাপ নিয়ে লাফাতে থাকে প্রদীপ। কোনও মতে অজগরকে বাগে আনেন পরিবেশপ্রেমীরা। প্রদীপের হাত থেকে ততক্ষণে গলগল করে রক্ত ঝরছে। অজগর সাপ ধরে কেরামতি ভিডিয়ো বানাতে গিয়ে মারাত্মক জখম এক মাধ্যমিক পরীক্ষার্থী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়ি চারের বাড়ি এলাকায়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্র।

জানা গিয়েছে,  বৃহস্পতিবার সকালে চারের বাড়ি এলাকার এক গৃহস্থের বাড়িতে একটি অজগর সাপ ঢুকে যায়। গ্রামে খবর ছড়িয়ে পড়তেই উৎসুক মানুষের ভিড় জমে সেই বাড়িতে। খবর পেয়ে হাজির হয়ে গিয়েছিল প্রদীপ মণ্ডল।  পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা সাপটিকে ধরতে যান। আর এর মধ্যেই প্রদীপ ওই অজগর সাপটিকে ধরে ভিডিয়ো বানাতে যায়।

সঙ্গে সঙ্গে তাকে কামড় দেয় অজগর সাপটি। হাতে ক্ষত তৈরি হয়। রক্তাক্ত অবস্থায় তাকে ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। এখন সেখানেই চিকিৎসাধীন সে। ঘটনায় ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, “প্রশিক্ষণ ছাড়া সাপ ধরে মোবাইলে ছবি করে সেই ভিডিয়ো ইউটিউবে ছেড়ে দিয়ে বাহাদুরি করতে গিয়ে সর্প দংশনে অনেকেরই মৃত্যু হয়েছে। প্রায়শই এই খবর শোনা যায়। আজকের ঘটনা অনেকটা একইরকম। আমরা স্থানীয় এলাকায় সচেতন করেছি।অজগর সাপটিকে ধরে আমরা বনদফতরকে দিয়েছি।”

Next Article