জলপাইগুড়ি: তোলা না দেওয়ায় আইনজীবীকে মেরে হাত ভেঙে দেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়িতে। আক্রান্ত আইনজীবীর নাম সত্যম সরকার। তিনি ময়নাগুড়ির রোড এলাকার বাসিন্দা। পেশায় আইনজীবী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ৩১ডিসেম্বর রাতে ওই এলাকায় পিকনিক করছিলেন স্থানীয় কয়েকজন যুবক। সে সময় রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন সত্যম সরকার। অভিযোগ, তখনই তাঁর পথ আটকে পিকনিকের জন্য মোটা টাকা দাবি করেন অভিযুক্তরা। তিনি টাকা দিতে অস্বীকার করায় তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। এলোপাথাড়ি কিল-চড়-ঘুষি মারা হয়। রাস্তায় ফেলে লাথিও মারা হয় তাঁকে।
অভিযোগ মেরে হাত ভেঙে দেওয়া হয় আইনজীবীর। স্থানীয় বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে তাঁর। তিনি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনায় সাগর সেন,বিশ্বজিৎ সরকার ও দীপক রায় এই ৩ জনের নামে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন আক্রান্ত আইনজীবীর মা। অভিযোগ পেয়ে তদন্তে নামে ময়নাগুড়ি থানার পুলিশ। সাগর সেন ও বিশ্বজিৎ সরকার এই দু’জনকে গ্রেফতার করে পুলিশ।